শিশু
শিশু( Shishu) গাছ একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। শাখা- প্রশাখা বিশিষ্ট বৃহৎ গাছ। এই গাছ ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়।ছাল ধূসর বর্ণের ও অমসৃণ, পুরনো হলে লম্বালম্বিভাবে কাটা কাটা দাগ হয়। ডিসেম্বর মাসের শেষে পুরাতন পাতা ঝড়ে যায় এবং জানুয়ারি- এপ্রিল পর্যন্ত নতুন পাতা জন্মায় সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে ছোট ছোট ফুল ফোটে। এ থেকে ফল হয়। এই ফল আকারে প্রায় ২ ইঞ্চি লম্বা হয়। নভেম্বর মাস থেকে ফল পাকতে শুরু করে। এই গাছ বসতবাড়ি, বাগানে এবং রাস্তার পাশে লাগানো হয়। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। শিশু গাছের ছাল ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। রক্ত বমনেঃ শিশু পাতার রস দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত বমনে উপকার পাওয়া যায়।
২। ঋতুস্রাব আধিক্যঃ শিশু পাতা পানিতে সিদ্ধ করে সকাল বিকেল খেলে উপকার পাওয়া যায়।
৩। রক্তার্শেঃ মলের সংগে প্রায়ই রক্ত পড়ে। তাই শুকনো শিশু গাছের ছাল পানিতে সিদ্ধ করে সকাল বিকেল খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
৪। মেদ হ্রাসেঃ শিশুছাল কিছু সময় পানিতে ভিজিয়ে রাখার পর থেতো করে পানিতে সিদ্ধ করে। এই ক্বাথ প্রতিদিন সকালে খেলে মেদ কমে যায়।
৫। জ্বালা মেহঃ শিশু গাছের ছাল পানিতে সিদ্ধ করে সকাল বিকেল সেবন করলে দ্রুত জ্বালা মেহ কমে যায়।
৬। বাতরক্তেঃ শিশু গাছের ছাল গুড়ো করে পানিতে সিদ্ধ করে ছেকে সকাল বিকেল এই পানি সেবন করলে বাতরক্তে উপকার পাওয়া যায়।