পেটারি
পেটারি ( Indian Abutilon বা Indian Mallow) বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Abutilon indicum। এটি মালভেসি পরিবারের গুল্ম। যা উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। এটিকে মাঝেমাঝে আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়। এই গাছ উচ্চতায় ৭-৮ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে গড় উচ্চতা ৪ ফুটের মতো। পেটারির কাণ্ডের রং গাঢ় বাদামী। কাণ্ড ২-৩ ইঞ্চি মোটা হয় এবং কাণ্ড শক্ত ও ভঙ্গুর। কাণ্ডের একেবারে শুরু থেকে ডালপালা বের হয়। এজন্যে পেটারি গাছকে ঝোপালো মনে হয়। এই উদ্ভিদটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়।
উপকারিতাঃ
১। পেটারী গাছের মূলত্বক চূর্ণ করে দুধ ও চিনির সঙ্গে খেলে প্রমেহ রোগে উপকার পাওয়া যায়।
২। শরীরের কোন অঙ্গ কেটে যাবার সঙ্গে সঙ্গে এর পাতার রস লাগালে রক্ত পড়া বন্ধ হয় এবং কাটা স্হানের ব্যথা দূর হয়।
৩। পোড়া জায়গায় পেটারী পাতার রস লাগালে আগুনে পোড়ার যন্ত্রনা কমে যায়।
৪। পায়রার বিষ্ঠার সঙ্গে পেটারী মূলের ছাল বেঁটে প্রলেপ দিলে পাকা ফোঁড়া ফেটে যায়।
৫। পেটারী মূলের ছাল ও হরিতাল কিঞ্চিৎ পানিসহ বেটে গোদ মাখলে গোদ ভালো হয়।