Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
পুনর্ণবা

পুনর্ণবা

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ০০:৪০
পুনর্ণবা

পুনর্ণবা (Pigweed) একটি বহুবর্ষজীবী লাতানো বীরৎ। এর বৈজ্ঞানিক নাম Boerhaavia diffusa L। এটি নিকটাগনিয়াসি পরিবারের অন্তভূক্ত।  এদের পাতা ও ডাঁটা লালচে,  এমনকি ফল ও লালচে হয়। ঘন শাখাযুক্ত লতানো গাছ, শিকড় মোটা, তবে মূল শিকড় বেশ শক্ত। লতাটির প্রত্যেক শাখাসন্ধিতে জোড়া জোড়া ডিম্বাকৃতি পাতা হয়। এরা ঊর্ধ্বগ ০.৪.২০ মিটার লম্বা হয়। এই গাছের বংশ বিস্তার হয় বীজ এবং শাখা কলমের সাহায্য।  এই গাছ বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, আফ্রিকা,  আমেরিকা এবং অষ্ট্রেলিয়ায় জন্মে। পুনর্ণবা গাছের সবকিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয় থাকে।

উপকারিতাঃ

১। পুনর্ণবা গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ সেবন করলে কাশি ভালো হয়।

২। পুনর্ণবা গাছের শিকড় সিদ্ধ করে এই ক্বাথের সাথে পুনর্ণবা গাছের পাতা পিষে একসাথে মিশিয়ে সেবন করলে শোথ রোগে উপকার পাওয়া যায়।

৩। পুনর্ণবা গাছের শিকড় সিদ্ধ করে এই পানি সকাল বিকেল সেবন করলে মৃগীরোগ ভালো হয়।

৪। পুনর্ণবা গাছের শিকড় সিদ্ধ করে গরম দুধের সাপ মিশিয়ে খেলে আমাশয় দ্রুত ভালো গয়।

৫। পুনর্ণবার মূল চূর্ণ করে গরম পানির সাথে মিশিয়ে খেলে গনোরিয়া রোগে উপকার পাওয়া যায়।

৬। পুনর্ণবা গাছের শিকড় গরম পানিতে সিদ্ধ করে সকাল বিকেল সেবন করলে জন্ডিস রোগ দ্রুত সেরে যায়।

উপরে