Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
মালতী

মালতী

Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৯ ২২:২৬
মালতী
মালতী  কাষ্ঠল লতাবিশেষ বহুবর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Aganosma dichotoma । এটি Apocynaceae (Oleander family) পরিবারের একটি উদ্ভিদ। এই ফুলের অন্যান্য নামের মধ্যে Malati, Clove scented echites, Malati Paalamalle, Mogari, Gondhomaloti, Maalatilata ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যান্য প্রজাতির মধ্যে রয়েছে Echites caryophyllata। পাতা আয়তাকার, ৮ সেন্টিমিটার লম্বা, বোঁটা ও শিরা লালচে। ফুল সাদা, সুগন্ধি, গড়নের দিক থেকে অনেকটা শিউলি ফুলের মতো, পাপড়ি মোড়ানো। বৃতি ৫ সেন্টিমিটার লম্বা ও চোখা। দলনলের আগায় ৫ পাপড়ি, সরু ও লম্বা। বাংলাদেশের অনেক জায়গায় এর আয়ুর্বেদিক ব্যবহার আছে। এর আয়ুর্বেদিক নাম মধুমালতিহলেও মালতী আর মধুমালতি এক নয়। মালতীকে অনেক সময় ভুল করে মধুমালতী বা মধুমঞ্জরী (Quisqualis indica) নামে ডাকা হয়। কিন্তু বস্তুত ফুল দুটির গড়ন ও গঠন সম্পূর্ণ ভিন্ন ধরণের। মালতীলতার রং হয় সাদা এবং গড়ন অনেকটা শিউলি ফুলের মতো। অন্যদিকে মধুমঞ্জরীর রং হয় সাদা, লাল বা গোলাপী, ডালের আগায় থোকায় থোকায় গুচ্ছ আকারে ধরে এবং শিউলি ফুলের সাথে এর কোন মিল নেই। শুধু নামে মিল থাকার জন্যই এমন বিভ্রান্তি। মালতী এক ধরণের সুগন্ধী ফুল। সুগন্ধী ফুলের পাশাপাশি এর রয়েছে বিভিন্ন ওষুধী গুণাগুণ। 
 
উপকারিতাঃ
১। অর্শ্বগন্ধা তেলে মালতী ফুল স্মৃতিশক্তিবর্ধক ও স্বপরিস্কারক হিসেবে ব্যবহার্য।
২। মালতী গাছের শিকড়ের রস পিত্তবিকার, দাঁত ব্যথা, মুখের ঘা, নিরাময়ে উত্তম।
৩। মালতী ফুলের রসের প্রলেপ কুষ্ঠরোগ, উন্মাদরোগ ও কাজলের মতো চোখে লাগালে উপকার হয়।
৪। মলতী পাতার ক্বাথ রক্তগতবাত, রক্তপিত্ত, রক্তপ্রদর, যোনিবিকার, ব্রনশোষ রোগে ব্যবহার্য।

উপরে