Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
শ্বেতকাঞ্চন

শ্বেতকাঞ্চন

Desk | আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১২:৫৯
শ্বেতকাঞ্চন

শ্বেতকাঞ্চন (Dwarf White Bauhinia, White Orchid-tree and Snowy Orchid-tree) একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Bauhinia acuminata। এটি  Fabaceae পরিবারের অন্তভূক্ত। শ্বেতকাঞ্চন ৩ মিটার পর্যন্ত উচু পত্রমোচী গাছ। পাতা ১০-১৫ সেমি দীর্ঘ এবং ৭-১২ সেমি প্রস্থ। পাতার আগা দুই ভাগে বিভক্ত, মসৃণ, নিচের শিরা সামান্য রোমশ। বসন্তের শেষ থেকে শরত পর্যন্ত ফুল হয়। পাতার কক্ষের একটি থোকায় কয়েকটি ফোটে, সাদা, গন্ধহীন, ৫ সেমি চওড়া, পাপড়ি সংখ্যা পাঁচটি এবং পাপড়ি মুক্ত। শুঁটি শিমের মতো চ্যাপ্টা, বিদারী ও ধুসর। বীজ কয়েকটি। বীজে চাষ করা হয়। ছেঁটে ছেঁটে রাখা যায়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, মালয়েশিয়া,   ইন্দোনেশিয়া, ফিলিপাইনে জন্মে।

উপকারিতাঃ

১। শ্বেতকাঞ্চনের শিকড় সিদ্ধ করে সেবন করালে সর্প দংশনের বিষ নেমে যায়।

২। শ্বেতকাঞ্চন গাছের ছাল পানিতে সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে হাঁপানি রোগে উপকার পাওয়া যায়।

৩। কোন স্হান কেটে গেলে শ্বেতকাঞ্চন গাছের পাতা থেঁতো করে ক্ষত স্হানে প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয়।

৪। শ্বেতকাঞ্চন গাছের পাতা ও ছাল সিদ্ধ করে এই ক্বাথ মধুর সাথে মিশিয়ে সেবন করলে পেটের পীড়ায় উপকার পাওয়া যায়।

৫। শ্বেতকাঞ্চন গাছের পাতা পিষে কুষ্ঠ রোগীর ঘায়ে লাগালে ঘা দ্রুত ভালো হয়ে যায়।

উপরে