Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
মহুয়া

মহুয়া

Desk | আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১৩:০৫
মহুয়া

মহুয়া( Mahwa or Mahua)  এটি বৃহৎ আকারের একটি বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Madhuca longifolia অথবা "Madhuka indica")। এই ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা ডিম্বাকার। বৃন্ত ছোট। ফুলগুলো রসাল এবং স্বাদ অম্লমধুর। ফুলের নির্যাসে মাদকতা আছে। এর ধূসর রঙের ছাল প্রায় আধা ইঞ্চি পুরু। বসন্তের শেষে সুপারির মতো আকারের ফল হয়। জুন থেকে জুলাই মাসের মধ্য এর পরিপক্ব হয়।স্থানভেদে একে মহুলা, মধুকা, মোহা, মোভা,  মহুভা ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। শুষ্ক অঞ্চলের গাছ হলেও আর্দ্র কোমল আবহাওয়াতেও বেশ ভালো জন্মায়। শীতে সব পাতা ঝরে যায়। ১০ বছর বয়স থেকেই ফুল দিতে শুরু করে। মহুয়া গাছ বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র দেখতে পাওয়া যায়। মহুয়া গাছে ঔষধি গুনাগুন রয়েছে।

উপকারিতাঃ

১। মহুয়া গাছের পাতার সিদ্ধ করে সেবন করলে কাশি দ্রুত ভালো হয়।

২। মহুয়া গাছের বীজের তেল গলায় মাখলে ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়।

৩। মহুয়া গাছের বীজের তেল মালিক করলে বাত ব্যথায় উপকার পাওয়া যায়।

৪। মহুয়া গাছের বাকল ধুয়ে সিদ্ধ করে এই ক্বাথ দুধের সাথে মিশিয়ে নিয়মিত সকাল বিকেল সেবন করলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।

৫। মহুয়া গাছের পাতা বেটে ক্ষত স্থানে প্রলেপ দিলে পুরনো ক্ষত ভালো হয়।

৬। মহুয়া বীজের তেল কীট দংশনেও বিষ-ব্যথানাশকে ব্যবহার করলে  বিষ নেমে যায়।

৭। মাথার ব্যথা হলে মহুয়া বীজের তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

৮। শরীরের কোন স্হান পুড়ে গেলে মহুয়া বীজের তেল লাগালে পোড়া ক্ষত দ্রুত ভালো হয়।

উপরে