Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ডুলিচাঁপা

ডুলিচাঁপা

Desk | আপডেট : ১১ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৪
ডুলিচাঁপা

ডুলিচাঁপা (Wild Magnolia) এটি চিরসবুজ , গোল মাথা, পত্রনিবিড় গাছ। এর বৈজ্ঞানিক নাম Magnolia pterocarpa এবং সংস্কৃত নাম নাগ চম্পক। এটি হচ্ছে Magnoliaceae পরিবারের Magnolia গণের এক প্রকার উদ্ভিদ। এই গাছ ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়। এই গাছের ডালের বিপরীত দিকে অযুগ্ম পাতা থাকে। পাতা বড় ২০ থেকে ৪০ সেমি লম্বা, গাঢ় সবুজ রঙের, বোঁটার দিক সরু। কাণ্ডের শীর্ষে একক ভাবে এর ফুল ফোটে। ফুলের রঙ সাদা এবং সুগন্ধময়। ফুলের আকার বেশ বড়। ৫-৮ সেমি চওড়া , বোঁটা পুরু।এর বহির্বাস পাপড়িতে ঢাকা থাকা। ফুল যত বড় হয়, এর পাপড়ি গুলো খসে পড়ে। প্রস্ফুটিত ফুলে ৯টি পুরু এবং নরম পাপড়ি থাকে। এই ফুলে অনেক পুংকেশর থাকে। পুংকেশেরের অগ্রভাগ নীল বর্ণের হয়। বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে। এর ফল বেশ বড় হয়। ফলগুলো লম্বায় প্রায় ১৬ ইঞ্চি এবং পরিধিতে ৭-৮ ইঞ্চি হয়। এর বীজ পাকা কমলালেবুর মতো লালচে হয়। ফলে ১টি বা ২টি বীজ থাকে। বীজের রঙ কমলা, আকার ত্রিকোণাকার। কখনো কখনো বীজের আকার গোলাকারও হয়। বীজগুলোতে তেল থাকে। ফল ধরার সময় জুন মাস। এই গাছ বাংলাদেশ সহ ভারত, নেপাল, আসাম প্রচুর জন্মে। এই গাছের সব কিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। ডুলিচাঁপা গাছের ছাল এবং বাকল সিদ্ধ করে এই ক্বাথ দিয়ে মালিশ করলে বাত রোগ নিরাময়ের হয়।

২। ডুলিচাঁপা বীজের তেল বুকে মালিশ করলে ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়।

৩। ডুলিচাঁপা গাছের ছাল সিদ্ধ করে সেবন করলে আমাশয় রোগে উপকার পাওয়া যায়।

৪। প্রচন্ড মাথা ব্যথা হলে ডুলিচাঁপা বীজের তেল কপালে লাগালে ব্যথা দ্রুত ভালো হয়।

উপরে