Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
পাকুড়

পাকুড়

Desk | আপডেট : ১১ জানুয়ারি, ২০১৯ ১৪:১০
পাকুড়

পাকুড় একটি বৃহদাকার বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Ficus virens (Syn: F infectoria).  এটি ক্ষীরী বৃক্ষ নামেও পরিচিত, কারণ এর কচি ডাল ও পাতা ছিঁড়লে সাদা আঠা বের হয়।  পাকুর আকার আয়তনে অনেকটা বট গাছের মতোই, ঝুরিবহুল, বিস্তৃত ও বিশাল। কিন্তু পাতা দেখতে অশ্বত্থের মতো। তবে চওড়ায় কম ও লম্বা একটু বেশি। বসন্ত শেষে অশ্বত্থের মতো এদের পাতাও ঝরে যায়। চৈত্রে রক্তিম উজ্জ্বল বা তামাটে রঙের পাতা গজায়। পাতাগুলো পরে ধীরে ধীরে গাঢ় সবুজের রূপ ধারণ করে। পাকুড়ের ছাল সাধারণত অর্ধ ইঞ্চি পুরু, সবুজ আভাযুক্ত, ধূসর বর্ণ ও মসৃণ। কাঠও ধূসর রঙের। বর্ষার শেষে কমলা রঙের ফলগুলো পাকে। এই প্রজাতির মধ্যে বেশ কয়েকটা জাত আছে। এর বংশ বিস্তার পদ্ধতি বটগাছের মতো। অর্থাৎ ফুলগুলো পরাগায়নের জন্য বিশেষ জাতের পতঙ্গের উপর নির্ভরশীল এবং পাখিরা ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয়। এই বীজ দালানের কার্নিশ, পুরানো দালানের ফাটল ও অন্য কোন গাছের কোটরে সহজেই অঙ্কুরিত হয় এবং আশ্রয়কে গ্রাস করে। পাকুড় গাছ বাংলাদেশ সহ সর্বত্র জন্মায়। পাকুড় গাছের ছাল ও পাতা নানান রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

রাসায়নিক উপাদানঃ

পাকুড় গাছের পাতায়  রাসায়নিক দ্রব্যে প্রচুর পরিমাণে প্রোটিন, নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম পাওয়া যায়।

উপকারিতাঃ

১। পাকুড় গাছের ছাল চূর্ণ করে কুসুম গরম পানির সাথে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।

২। পাকুড়ের পাতা সেদ্ধ করে এই ক্কাথ সকালে ঘুম থেকে ওঠার পর  কয়েকদিন খেলে হৃদপিণ্ডকে মজবুত করবে এবং বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করবে।

৩।  যদি চোখ দিয়ে অনবরত পানি পড়ে থাকে তাহলে পাকুড়ের কচি পাতা পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই পানি দিয়ে চোখ পরিষ্কার করলে উপকার পাওয়া যায়।

৪। পাকুড়ের ছাল চূর্ণ করে গুড় সমান মাত্রায় মিশিয়ে মৌরির সঙ্গে সকাল বিকেল খেলে পেটের কৃমি মরে যায়। ছোট শিশুদের পক্ষে এটি দ্রুত ফলপ্রদ ঔষধি।

৫। পাকুড়ের পাতা ছায়ায় শুকিয়ে চূর্ণ করে তাতে গুড় মিশিয়ে ছোট ছোট গুলি/বড়ি তৈরি করে নিন। এই বড়ি হালকা গরম দুধের সঙ্গে সেবন করলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়।

৬।  পাকুড়ের ছাল চূর্ণ করে পিপুলের আঠাতে সমমাত্রায় মিছরি মিশিয়ে চূর্ণ করে নিন। প্রত্যেক দিন সকালে সেবন করলে শরীরের গরম শান্ত হয় এবং নাক দিয়ে রক্ত পড়া প্রশমিত হয়।

উপরে