কাঁটা মান্দার
কাঁটা মান্দার
কাঁটা মান্দার হল বৃক্ষ জাতীয় সপুষ্পক উদ্ভিদ বিশেষ। এর বৈজ্ঞানিক নাম Erythrina fusca। এটি Fabaceae পরিবারের সদস্য। এই গাছ মাদার ও পানিয়া মান্দার নামেও পরিচিত। অসংখ্য কালো বর্ণের কাঁটা দ্বারা কান্ড পরিবেষ্টিত। শাখা-প্রশাখা ফ্যাকাশে ধূসর। বাকল গভীরভাবে ফাটা। পাতা সবুজ রঙের। দীর্ঘদিন পর হলদে হয়ে ঝরে পড়ে। শাখার আগায় ফুলের মঞ্জরি হয় এবং একটি মঞ্জরিতে একাধিক ফুল থাকে। বসন্তেরশুরুতে ফাল্গুন মাসে গাছে ফুল আসে। ফুল টকটকে লাল (সিঁদুরে রঙ) এবং উজ্জ্বল বর্ণের, ৩.৪—৪.৩ সেন্টিমিটার লম্বা। ফল পড, পাকলে বহিত্বক ফেটে বীজ চারদিকে ছড়িয়ে পড়ে। বীজ কালো, বৃওকার ও মসৃণ। বীজের মাধ্যমে এই গাছের বংশবিস্তার হয়। এছাড়া কলমের মাধ্যমেও এর চারা তৈরি করা যায়। বুনো গাছ হওয়ার কারনে যত্ন করার প্রয়োজন হয় না। কাঁটা মান্দার স্বাদু পানি ও জোয়ার-ভাটা এলাকায় ভালো জন্মে। এরা জলের কাছের ঝোপঝাড়ে বেড়ে ওঠে এবং কেটে না ফেললে অনেক বছর বাঁচে। এই গাছ বাংলাদেশ সহ ভারত ও মায়ানমারে জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।
উপকারিতাঃ
১। উদক মেহ রোগ দেখা দিলে কাঁটা মান্দার গাছের ছালের রস মধু সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে উপকার পাওয়া যায়।
২। কাঁটা মান্দার গাছের পাতার রস করে একটু গরম করে খাওয়ালে কৃমি ভালো হয়।
৩। কাঁটা মান্দার পাতার রস খেলে পেটের সমস্যা ভালো হয়।
৪। কাঁটা মান্দার পাতার রস পানি মিশিয়ে গরম করে সকালে বিকেলে খেলে মূএকৃচ্ছ্রতা রোগ ভালো হয়।
৫। কাঁটা মান্দার গাছের ছালের রস দুধের সাথে মিশিয়ে খেলে রক্তআমাশয় ভালো হয়।