Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
বোতাম ফুল

বোতাম ফুল

Desk | আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০
বোতাম ফুল

বোতাম ফুল (Globe Amaranth) একটি ঝোপালো উদ্ভিদ । এর বৈজ্ঞানিক নাম হলো Gomphrena globosa। এ ফুল Amaranthaceae পরিবারের Gomphrena গণের একটি উদ্ভিদ। এই গাছ ৫০-৬০ সেমি পর্যন্ত উঁচু হয়। পাতা সরু, ২ সেমি চওড়া, দেখতে অনেকটা মেহেদি পাতার মত। ফুল উলের জামায় যেমন বোতাম থাকে ঠিক সেরকম গড়নের। খোসা ছাড়ানো সুপরির মত। লম্বা ডাটায় গোল গোল মঞ্জুরি, খাড়া। বেগুনি, হালকা বেগুনি ও সাদা রঙের ফুল। ঘ্রাণহীন। বর্ষা ও শীতে ফোটে। বংশ বিস্তার মূলত বিজের মাধ্যমে হয়। শুকিয়েও রাখা যায় ফুল। এই বোতাম ফুল গাছ বাংলাদেশের সর্বএ জন্মায়। বোতাম ফুল গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। ভাঙ্গা হাড় জোড়া লাগাতে বোতাম ফুলের ডাটা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

২। মেয়েদের নাক ও কান ফুটানোর আগে এই ফুল ডাটা সমেত বেটে নাকে ও কানে লাগালে উপকার পাওয়া যায়।

৩। কাটা দাগ দূর করতে বোতাম ফুলের ডাটা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

৪। বোতাম ফুলের ডাটা বেটে লাগালে পোড়া দাগ ভালো হয়।

৫। চামড়ায় স্বাভাবিক বর্ণ ফিরিয়ে আনতে এই ফুলের ব্যবহার করা হয়ে থাকে।

উপরে