Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
বড়নখা

বড়নখা

Desk | আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৯ ১৫:১৬
 বড়নখা

বড়নখা (Arrow Leaf Pondweed, arrow-leaf monochoria, hastate-leaf pondweed, monochoria) একটি বর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Monochoria hastata।  এটি Pickerel weed পরিবারের একটি উদ্ভিদ। এটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। এই ৫০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বড় হয়। এটির পাতা সবজি হিসাবে খাওয়া যায়। এদের পাতা বর্শাকৃতির বাংলার গ্রামেগঞ্জে হাওড় বিলের পাড়ে একে দেখা যায়। একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে এই ফুলকে বিপদাপন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে। বড়নখা মূলত বায়বীয় কাণ্ডের জলজ বীরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান ক্ষেতের মধ্যেও মাঝে মাঝে পাওয়া যায়। আমাদের দেশের নিচু ধানি জমি, জলা, বিল,হাওর এসব জলাভূমিতে এখনো প্রচুর দেখা যায় বড়নখা। গ্রামে এর ফুল সবজি হিসেবে খাওয়া হয়। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। দাঁতের ব্যথা হলে বড়নখা শিকড়ের রস খেলে উপকার পাওয়া যায়।

২। বড়নখা ছালের রস খেলে হাঁপানি রোগে দ্রুত ভালো হয়।

৩। বড়নখা গাছের ছাল থেঁতো করে সেই রস গায়ে মাখলে চুলকানি ভালো হয়।

৪। বড়নখা গাছের শিকড় সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে পেটের সমস্যা ভালো হয়।

৫। বড়নখা গাছের শিকড় সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে যকৃতের সমস্যায় উপকার পাওয়া যায়।

৬। বড়নখা ছালের রস খেলে আমাশয় রোগ ভালো হয়।

উপরে