আকরকরা
আকরকরা
আকরকরা একটি গুল্মজাতীয় লতানো গাছ। এর পাতা ৪ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। কিনারা খাজকাঁটা। ফুলের পাপড়ি সাদা ও গোলাপি এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের। আকরকরার মূল ধূসর বর্ণের এবং চিবোলে জিহ্বা চিন চিন করে। এই গাছ বাংলাদেশেও জন্মে। এই গাছের মূল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়।
উপকারিতাঃ
১। শীতলজনিত রোগে এই গাছের মূল উপকারী।
২। পক্ষাঘাত (প্যারালাইসিস) হলে আকরকরা গাছের মূল সেদ্ধ করে খেলে খুবই উপকার পাওয়া যায়।
৩। মৃগী রোগ হলে এই গাছের ক্বাথ ব্যবহার করা হয়ে থাকে।
৪। মাথাব্যথা হলে এই গাছের মূল বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
৫। এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি, কাশি, বৃক্বের কফ নিঃসরণ ও বলকারক রোগে উপকার পাওয়া যায়।