ঝাউ
ঝাউ
ঝাউ( Salt Cedar, Tamarix, Tamarisk etc) একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Tamarix dioica। এটি Tamaricaceae পরিবারের Tamaricaceae গোত্রে অন্তভূক্ত। এই গাছ ১ থেকে ১৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণ এই জাতীয় গাছ লবণাক্ত মাটিতে ভালো জন্মে। এই কারণে এই গণের উদ্ভিদ সমুদ্র উপকূলে প্রচুর জন্মে। তবে ক্ষারযুক্ত মাটিতেও এরা টিকে থাকতে পারে। এই গাছের কাণ্ড এবং শাখা সরল এবং গোলকার। এদের পাতা সরু সরু এবং গুচ্ছাকারে থাকে। পাতাগুলো ১-২ মিলিমিটার লম্বা হয়। এবং শাখার অগ্রভাগে সরু ফলকের মতো ছড়ানো থাকে। এদের নবীন শাখাগুলো বেশ মসৃণ এবং লালচে বা বাদামি রঙের হয়। কিন্তু পুরানো ডালের রঙ হয় নীলাভ-লাল বা লাচে হয়। এদের ফুল ধরে সেপ্টেম্বর মাসের দিকে। এই গণের উদ্ভিদগুলো শাখা, মূল বা বীজের সাহায্যে বংশ বিস্তার করে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। ঝাউ বীজ চূর্ণ করে মিছরি চূর্ণ মিশিয়ে গরম দুধসহ সেবন করলে শুক্রতারল্য দূর হবে।
২। ঝাউ গাছের পাতা সিদ্ধ করে নিয়মিত খেলে দীর্ঘদিন সেবন করলে হাঁপানি ভালো।
৩। বিষাক্ত পোকা দংশন করলে ঝাউ গাছের মূলের ছাল বেটে দংশনস্হানে দিলে বিষক্রিয়া নষ্ট হয়।
৪। ঝাউ গাছের বীজ ঘষে চোখে কাজলের মতো করে লাগালে উপকার হয়।