Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
হাসনাহেনা

হাসনাহেনা

Desk | আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ০৮:৪৫
হাসনাহেনা

হাসনাহেনা( night-blooming jasmine, night-blooming cestrum, lady of the night, queen of the night, night-blooming jessamine, Hasna Hena) লতানো ধরণের ঝোপাল গাছ। এর বৈজ্ঞানিক নাম Cestrum nocturnum। এটি Solanaceae পরিবারের অন্তভূক্ত। এই গাছের পাতা লম্বাটে, ১৪.৪ থেকে ৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোকা, সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতানো নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে। কলম করেও এই গাছ চাষ করা হয়ে থাকে। এই গাছ বাংলাদেশেও জন্মে। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতানো নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে।

উপকারিতাঃ

১। ক্রিমি রক্তাভ হলে হাসনাহেনা গাছের পাতার রস নিয়ে অল্প গরম করে সেবন করলে ক্রিমিতে উপকার পাওয়া যায়।

২। হাসনাহেনা পাতা থেঁতো করে কাঁচা দুধের সাথে মিশিয়ে একটু উষ্ণ করে সেবন করলে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায়।

৩। হাসনাহেনা পাতার রস এবং নারকেলের দুধ ভালো করে মিশিয়ে কয়েকদিন সকালে সেবন করলে স্তন্যদাত্রী মায়েদের উপকার হয়।

৪। হাসনাহেনা পাতা থেঁতো করে এই রস খেলে স্রাব পরিষ্কার হবে ও যন্ত্রণা থাকবে না।

৫। হাসনাহেনা গাছের মূল রস করে সেবন করলে জ্বর দ্রুত ভালো হয়।

উপরে