Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
সিনকোনা

সিনকোনা

Desk | আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ০৮:৫০
সিনকোনা

সিনকোনা(Cinchona) একটি চিরসবুজ উদ্ভিদ। Cinchoneae গোএের অন্তর্ভূক্ত। সিনকোনা গাছ ৫-১৫ মিটার (১৬-৪৯ ফুট) উঁচু হয়। পাতা বিপরীতমুখী, ১০-৪০ সে.মি. লম্বা। ফুল সাদা, গোলাপী বা লাল বর্ণের হয়। ছোট ক্যাপস্যুলের মত ফলের মধ্যে অনেকগুলো বীজ থাকে। সিনকোনা যা সাধারণভাবে কুইনা নামে পরিচিত। এই গাছ প্রাকৃতিক ভাবে জন্মে। সিনকোনা আমেরিকা, জ্যামাইকা, ফরাসি পলিনেশিয়া, সুলাওয়েসি, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা এবং নিরক্ষীয় আফ্রিকার উপকূলে প্রাকৃতিক ভাবে জন্মে। এই গাছের ঔষধি গুণ আছে।

উপকারিতাঃ

১। কাঁপুনি সহ জ্বর হলে সিনকোনা গাছের পাতার রস খাওয়ালে দ্রুত ভালো হয়।

২। সিনকোনা গাছের বাকল সিদ্ধ করে এই ক্বাথ খাওয়ালে পেট ব্যথায় উপকার পাওয়া যায়।

৩। সিনকোনার ছাল থেঁতো করে কুষ্ঠের ক্ষতে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়।

৪। সিনকোনা গাছের পাতার রস খেলে সর্দিজনিত সমস্যা ভালো হয়।  

৫। সিনকোনা পাতার রস হালকা গরম পানির সাথে খেলে প্রবল ও বক্ষ প্রদাহ রোগের প্রতিষেধক ও নিবারক হয়।

উপরে