এিধারা
এিধারা এক ধরনের সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Tridax procumbens L.। এর লতানো কান্ড প্রায় ৭৫ সেমি পর্যন্ত লম্বা হয়। ফুল প্রায় ২ সেমি লম্বা হয় ও ১০-৩০ সেমি লম্বা বৃন্ত থাকে পাপড়ী সাদা মাঝখানে হলুদ। ফল খুব ছোট প্রতিটি দীর্ঘ পালকবৎ লোমগুলোর একটি মাথা থাকে। এিধার গাছে ডেইজী ফুলের মত মধ্যস্হলে হলুদ বর্ণ যুক্ত ফুল ফোটে। এদের পাপড়িতে বিদ্যমান তিনটি করে খাঁজ থাকে। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। এই গাছের ঔষধি গুনাগুন রয়েছে।
উপকারিতাঃ
১। এিধারা গাছের পাতা হালকা গরম করে সেবন করলে ঠান্ডা জনিত সমস্যা ভালো হয়।
২। এিধারা গাছের পাতা থেঁতো করে হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে কাশি ভালো হয়।
৩। এিধারা কান্ড শুকিয়ে চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে চেটে খেলে কৃমি ভালো হয়।
৪। এিধারা গাছের পাতা সিদ্ধ করে হালকা গরম করে খেলো পেটফাঁপা ও হজমজনিত সমস্যা ভালো হয়।
৫। পোকামাকড়, সাপ ও বিছা কামড় দিলে এিধারা গাছের পাতা ও মূল পিষে লাগালে ব্যথা কমে যায়।