Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গিলা লতা

গিলা লতা

Desk | আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৮
গিলা লতা

গিলা লতা ( Nicker bean)  কাষ্ঠল গুল্ম আরোহী লতা জাতীয় চিরসবুজ উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Entada scandens।  এটি Fabaceae পরিবারের অন্তভূক্ত।  এই গাছ প্রায় ১০-১৫ মিটার পর্যন্ত হয়। এই গাছ সুন্দরী, বাইন, গেওয়া, আমুর ইত্যাদি আশ্রয়ী গাছের কান্ড আঁকড়ে ধরে বেড়ে ওঠে।  গিলা লতা গাছ ছায়াযুক্ত জন্মায় এবং ধীরে ধীরে বাড়ে। এদের লতানো কান্ড কাষ্ঠল নলাকার, বাকল মসৃণ ও গাঢ় বাদামী থেকে কালচে বর্ণের।  গিলা লতার পাতা যৌগিক এবং পএফলক ২-৬ টি পএকযুক্ত। ছোট আকারের শীমের ফুলের মতো সাদা বর্ণের ফুল ফোটে। গিলা লতায় জুন-জুলাই মাসে ফল ধরে।  প্রতিটি ফলে ১০-১৫ টি করে বীজ থাকে এবং বীজ গুলো চ্যাপ্টা গোলাকার  শক্ত ও গাঢ় লালচে বর্ণের।  এই গাছ বাংলাদেশ, ভারত,  ভূটান, নেপাল, মালেয়েশিয়ায় জন্মে। এর ঔষধি গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। গিলা লতা বীজের শাঁস খেলে জ্বরে উপকার পাওয়া যায়।

২। গিলা লতা বীজের শাঁস বেটে ক্ষতে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়।

৩। চর্মরোগ দেখা দিলে গিলা লতা বীজের শাঁস বেটে শরীরে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়।

৪। গিলা লতা গাছের ছাল সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে জন্ডিস ভালো হয়।

৫। গিলা লতা গাছের ছাল সিদ্ধ করে এই ক্বাথ দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা ভালো হয়।

৬। আলসার হলে গিলা লতা গাছের ছাল সিদ্ধ করে এই ক্বাথ নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

উপরে