Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
স্থলপদ্ম

স্থলপদ্ম

Desk | আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫২
স্থলপদ্ম

স্থলপদ্ম বৈজ্ঞানিক নাম Hibiscus mutabilis হচ্ছে মালভেসি পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি।সাধারণত ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছের গা-পাতা সবই খসখসে। পাতাগুলো বড় বড়, কিনারে থাকে কয়েকটি খাঁজ। বোঁটা বেশ লম্বা। ফুলও বড়, ৪ থেকে ১০ সেমি চওড়া। সাধারণত অনেক পাপড়ি থাকে। ফুলের রং গোলাপি বা সাদা। দেখতে দুধে-আলতা মেশানো রঙের মতো। কোথাও কোথাও পাঁচ পাপড়ির ফুলও দেখা যায়। হালকা সুগন্ধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাপি রঙের ফুলগুলো লালচে রং ধারণ করতে থাকে। ফুল ফোটে শরৎকাল থেকে শীতের প্রথমভাগ পর্যন্ত। অন্য সময়েও দু-একটি ফুল চোখে পড়ে। ফুল ফোটে ডালের আগায়, কয়েকটি। ফুলভরা গাছ খুবই নজরকাড়া। পাপড়ির তৈরি বড়া খেতে সুস্বাদু। কলমে চাষ হয়। এই গাছের ঔষধি গুনাগুণ রয়েছে।  এই গাছ বাংলাদশের সর্বত্র পাওয়া যায়। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। বাতের ব্যথা হলে স্থলপদ্ম পাতা বেটে উষ্ণ গরম করে বেদনা স্হানে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

২। শ্বেতী রোগ হলে স্থলপদ্ম ফুলের পাপড়ি বেটে গায়ে মাখলে শ্বেতী রোগ দ্রুত ভালো হয়।

৩। মেদ জনিত সমস্যা দেখা দিলে স্থলপদ্ম গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ হালকা গরম গরম অবস্থায় নিয়মিত সেবন করলে মেদ কমে যায়।

৪। অনিদ্রা দেখা দিলে স্থলপদ্ম মূলের রস সেবন করলে অনিদ্রা কেটে যায়।

৫। এই পাতার রস নিয়মিত সেবন করলে মুখের ঘা ভালো হয়।

উপরে