তেন্দু
তেন্দু ( Indian Ebony, Ebony Persimmon) একটি মাঝারি আকৃতির পএঝরা বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Diospyros melanoxylon Roxb। এই গাছ Ericales বর্গের উদ্ভিদ। তেন্দু গাছের বাকল ধূসর কালো, ছোট শাখা ও মঞ্জুরি কোমল ধূসর বাদামী রোমাবৃত। পএপ্রতিমুখ, উপবৃওকার বা ডিম্বাকার। কাঠ লালাভ বাদামী, শক্ত ও ভারি, বুনন সূক্ষ্ম ও সোজা। এই গাছের কাঠ যন্ত্রপাতির হাতল ও কৃষি যন্ত্রপাতির তৈরির খুবই উপযোগী। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। তেন্দু গাছের পাতা ও বাকল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। ঠান্ডা লেগে সর্দি হলে তেন্দু কান্ডের বাকল ও চিনি একসাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
২। তেন্দু কান্ডের বাকল ও চিনি একসাথে মিশিয়ে খেলে কাশি দ্রুত ভালো হয়।
৩। তেন্দু কচি পাতার রস খেলে উদরাময় রোগ ভালো হয়।
৪। অস্থিভঙ্গ হলে তেন্দু ফলের লেই ব্যবহার করলে ভালো হয়।
৫। গায়ে চুলকানি ভাব দেখা দিলে তেন্দু কান্ডের বাকল সিদ্ধ এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে চুলকানি ভালো হয়।
৬। তেন্দু কান্ডের বাকল সিদ্ধ করে এই ক্বাথ মধুর সাথে মিশিয়ে খেলে কৃমি ভালো হয়।