Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
বাঁশপাতি

বাঁশপাতি

Desk | আপডেট : ৫ মার্চ, ২০১৯ ০১:২৩
বাঁশপাতি

বাঁশপাতি একটি নগ্নবীজি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Podocarpus neriifolius।  এটি Podocarpaceae  পরিবারের উদ্ভিদ।  এই গাছের উচ্চতা ২৫ মিটার এবং বেড় ২মিটার হয়ে থাকে। বাংলাদেশের একমাত্র নরম কাঠের বৃক্ষ। এটি উষ্ণমণ্ডলীয় এবং উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলের হালকা জলজ বনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০ থেকে ১৬০০ মিটার উচ্চতায় জন্মে। এই গাছের পাতা লম্বাটে। সাধারণত ১২-২৫ সে.মি পর্যন্ত লম্বা হয়।  এর পাতার প্রস্হ ৩-৪ সে.মি। বাঁশপাতি গাছ দিয়ে পেন্সিল, স্কেল, ফ্রেম ও খেলনা তৈরীতে এ কাঠ ব্যবহৃত হয়। এই গাছের ঔষধি গুণাগুণ রয়েছে। বাঁশপাতি গাছ বাংলাদেশ, ভারত, এশিয়া ও দক্ষিণ -পূর্ব এশিয়াতে জন্মে।

উপকারিতাঃ

১। বাঁশপাতি পাতার রস বাতের ব্যথায় মালিশ করলে উপকার পাওয়া যায়।

২। বাঁশপাতি পাতার রস লাগালে ঠান্ডাজনিত সমস্যা ভালো হয়।

৩। বাঁশপাতি পাতা সিদ্ধ করে এই ক্বাথ ছাগলের দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে আমাশয় ভালো হয়।

৪। বাঁশপাতি পাতা বেটে কুষ্ঠের ক্ষতে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়।

উপরে