দাঁতরাঙা
দাঁতরাঙা এক ধরনের গুল্মজাতীয় গাছ। এর বৈজ্ঞানিক নাম Melastoma malabathricum L.। অন্যান্য নাম ফুটকি, লুটকি, ফুটুল, বনতেজপাতা ইত্যাদি। দাঁতরাঙা গাছ উচ্চতায় ১ মিটার পর্যন্ত হলেও কখনো কখনো ৩ মিটার উচ্চতা হয়। তেজপাতার ন্যায় দেখতে এর পাতার দৈর্ঘ্য ৪ হতে ১১ সেন্টিমিটার; প্রস্থে ১.৩ সেন্টিমিটার যাতে ৫ হতে ৭ টি শিরা থাকে। এই গাছের কান্ডের রং লালচে। এদের ফুল উজ্জ্বল বেগুনি বর্ণের এবং ফল সবুজ। দাঁতরাঙা গাছের রয়েছে নানাবিধ ঔষধি গুণ। এই গাছে ছোট আকৃতির ফল জন্মে যা খেলে দাঁতের বর্ণ লাল হয়ে যায়, এবং এই কারণেই এই গাছটির নাম 'দাঁতরাঙা' হয়েছে। আবার, এর পাতা দেখতে তেজপাতার ন্যায় হওয়ায় একে অনেকে 'বনতেজপাতা' বলে থাকে। এই গাছ বাংলাদেশ সহ ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় জন্মে।
উপকারিতাঃ
১। দাঁতরাঙা গাছের পাতার রস নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগে উপকার পাওয়া যায়।
২। দাঁতরাঙার পাতার নির্যাস হৃদরোগ রোধে সহায়ক।
৩। দাঁতারাঙা গাছের পাতার রস খেলে আমাশয় দ্রুত ভালো হয়।
৪। প্রচন্ড পেটব্যথা হলে দাঁতারাঙা গাছের পাতার রস হালকা গরম করে সেবন করলে পেটব্যথা ভালো হয়।
৫। দাঁতরাঙার পাতা বেটে মালিশ করলে বাতের ব্যথা ভালো হয়।
৬। আলসার হলে দাঁতরাঙার পাতার রস খেলে উপকার পাওয়া যায়।
৭। দাঁতরাঙার পাতার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।
৮। দাঁতরাঙার পাতা সিদ্ধ করে কুলকুচি দাঁত ব্যথা ভালো হয়।
৯। দাঁতরাঙার পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়।
১০। ডায়রিয়া হলে দাঁতরাঙার পাতা খেলে খুবই উপকার পাওয়া যায়।