Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
কানাইডিঙা

কানাইডিঙা

Desk | আপডেট : ৯ মার্চ, ২০১৯ ১১:২২
কানাইডিঙা

কানাইডিঙা( Indian Trumpet Flower, Midnight Horror, Broken Bones Plant) বুনো গাছ। এর বৈজ্ঞানিক নাম Oroxylum indicum। এটি Bignoniaceae পরিবারের উদ্ভিদ। কানাইডিঙা সাধারণত ২০ থেকে ৩০ ফুট উঁচু হতে পারে। এর পাতা খুবই সুন্দর পাতা সমদূরত্বে সারিবদ্ধভাবে থাকে। ফল তলোয়ারের মতো লম্বা, আদিবাসীরা এই ফল সবজি হিসেবে খায়। এর গুচ্ছবদ্ধ ফুল বেশ বড়, ঈষৎ হলুদ-বেগুনি রঙের, ৫টি পাপড়িই গভীরভাবে মোড়ানো, পরাগকেশর স্পষ্ট, দুর্গন্ধি,দেখতে সুন্দর হলেও। ফুলের প্রস্ফুটনকাল দীর্ঘ সময় , বর্ষার শেষভাগ থেকে প্রায় হেমন্ত অবধি। লম্বাটে মঞ্জরিদণ্ডের আগায় আঙুলের ডগার মতো অসংখ্য কলি ঈষৎ ঝুলে থাকে। এই গাছ  বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভূটান, মায়ানমার, শ্রীলংকা, চীন, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। কানাইডিঙ্গা গাছটি ঔষধিগুণে ভরা।

উপকারিতাঃ

১। জন্ডিসে কানাইডিঙার ছাল বেটে গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত করে খেলে উপকার পাওয়া যায়।

২। শরীরে সাধারণ ব্যথায় কানাইডিঙা শিকড়ের রস স্বল্পমাত্রায় সেবন করলে সেরে যায়।

৩।  কুকুর কামড় দিলে কানাইডিঙা গাছের ছাল গোলমরিচ সহ পিষে বড়ি বানিয়ে দৈনিক তিনটি খেলে এবং বাহ্যিকভাবে প্রলেপ দিলে ভালো হয়।

৪।  অন্ডকোষ সমস্যায় কানাইডিঙা শিকড় পাথরে ঘষে রস মালিশ করলে উপশম হয়।

৫। কানাইডিঙার ছাল বেটে ছাগলের দুধের সাথে খেলে আমাশয় দ্রুত ভালো হয়।

৬। ডায়রিয়া হলে কানাইডিঙা গাছের ফল খেলে ভালো হয়।

৭।  কানাইডিঙার ছাল বেটে প্রলেপ দিলে কোষ্ঠকাঠিন্যের ক্ষত দ্রুত ভালো হয়।

উপরে