ঈশের মূল
ঈশের মূল
ঈশের মূল একটি লতানো গুল্মজাতীয় উদ্ভিদ। এটি বলকারক এবং গর্ভনাশক। এই গাছ বাংলাদেশ ও ভারতে পাওয়া যায়। এই গাছের পাতা ও মূল নানারকম ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
উপকারিতাঃ
১। কাঁপানো জ্বরে হলে ঈশের মূল চূর্ণ আধা কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে ২ ঘণ্টা পর ছেঁকে সকালে ও বিকেলে একবার করে এই পানি পান করলে জ্বর সেরে যায়।
২। অজীর্ণদোষে ঈশের মূল চূর্ণ করে গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।
৩। শিশুদের দাঁত ওঠার সময় জ্বর ও পেটের পীড়া দেখা দিলে ঈশের মূল চূর্ণ সকাল-বিকেল খাওয়ালে উপকার পাওয়া যায়।
৪। ঈশের পাতার রস সাপের বিষ নাশ করে। দংশিত স্থানে পাতা ও মূল বেঁটে প্রলেপ দিলে বিষ নেমে যায়।
৫। ঈশের গাছের রস খেলে কুষ্ঠ রোগ ভালো হয়।
৬। বাতব্যথা সারানোর কাজেও ব্যবহূত হয়। শিকড়ে জন্ম নিরোধ কার্যকারিতা আছে।