Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
কামদেব

কামদেব

Desk | আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ১২:০৪
কামদেব

কামদেব মাঝারি থেকে বড় আকৃতির চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Calophyllum polyanthum। এই গাছ ৪৫ মিটার পর্যন্ত লম্বা হয়।  এদের গুঁড়ি বা কান্ড সরল, সোজা, সিলিন্ডাকৃতি এবং বাকল অমসৃণ, বাদামি বা কালো বর্ণের ও বহিরাবরণ লম্বালম্বি খাঁজযুক্ত।  বাকল থেকে হলুদাভ কষ পাওয়া যায় যা এরোমেটিক গামে পরিণত হয়।  এর ডালপালাগুলো চার-কোণা বিশিষ্ট।  এই বৃক্ষের পাতা পুরু,  লম্বায় ৬-১২ সেন্টিমিটার, কিনারা মসৃণ এবং আগা সূচালো। এই গাছে জানুয়ারি - ফেব্রুয়ারি মাসে লম্বাটে শাখা বিশিষ্ট পুষ্পবিন্যাসে অসংখ্য সুগন্ধি ফুল ফোটে। এদের ফল ড্রুপ জাতীয়,  লম্বায় প্রায় ২.৫ সেন্টিমিটার, ঝুলন্ত ও রসালো এবং খাওয়ার উপযোগী। জুন- জুলাই মাসে ফল পাকে।  বীজ ডিম্বাকৃতি ও বাদামি বর্ণ। এই গাছ বাংলাদেশ,  ভারত, থাইল্যান্ড ও চীনে জন্মে। এই গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। কামদেব গাছের ফল নিয়মিত খেলে মুখের অরুচি ভাব কেটে যায়।

২। কামদেব গাছের পাতা বেটে ক্ষতে লাগালে দ্রুত ভালো হয়।

৩। আমাশয় রোগ দেখা দিলে কামদেব গাছের পাতা সিদ্ধ করে এই ক্বাথ নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

৪। কামদেব গাছের পাতা সিদ্ধ করে কুলকুচি করলে পায়রিয়া সমস্যা ভালো হয়।

উপরে