Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
শিয়াকুল

শিয়াকুল

Desk | আপডেট : ৫ এপ্রিল, ২০১৯ ১০:৫১
শিয়াকুল

শিয়াকুল বা শিয়ালকুল বা শেকুল বা জংলী কুল, বন বরই, গোট বরই( jackal jujube, small-fruited jujube or wild jujube) ঝোপ জাতীয় বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম।Ziziphus oenoplia। এটি রামনাসি পরিবারের জিজিফাস গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এই গাছ ৮-১০ পর্যন্ত লম্বা হয়। এই গাছের কান্ড ধূসর রংয়ের।  কান্ড ৪-৫ ফুট লম্বা হয়। তবে কান্ড সোজা হয় না। সাপের মতো আঁকাবাকা।  কান্ড অত্যন্ত শক্ত হয় প্রায় বাবলা কাঠের মতো। শিয়াকুল পাতার রং গাঢ় সবুজ। সাধারণ কুলের পাতা গোল। কিন্তু শিয়াকুলের পাতা ডিম্বাকৃতি অথবা বর্শার ফলার মতো। পাতা একপক্ষল। পাতার দৈর্ঘ্য ১-১.৫ ইঞ্চি লম্বা হয়। সাধারণত পাতা লম্বা মসৃণ নয়, তবে খুব বেশি খসখসেও নয়। পাতা নরম এবং পাতলা। প্রতিটা পাতার গোড়ায় ছোট্ট ছোট্ট কাঁটা থাকে। বর্ষাকালে শিয়াকুলের বীজ থেকে চারা গজায়।
শিলাকুল গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়।

উপকারিতাঃ

১। শিয়াকুলের মূল অতিরিক্ত অম্লতা দূর করতে সাহায্য করে।

২। শিয়াকুলের ফল নিয়মিত খেলে পেটের পীড়া দ্রুত ভালো হয়।

৩। শিয়াকুলের মূলের বাকল ক্ষতে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়।

৪। কোন স্হান কেটে গেলে শিয়াকুলের পাতা বেটে ওই স্থানে লাগালে রক্ত পড়া দ্রুত বন্ধ হয়।

৫।  শিয়াকুলের মূল সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল খেলে আমাশয় ভালো হয়।

উপরে