Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
মিশ্রদানা

মিশ্রদানা

Desk | আপডেট : ৭ এপ্রিল, ২০১৯ ০৯:০৩
মিশ্রদানা

মিশ্রদানা( Goatweed, Scoparia- weed) বা চিনিপাতা একটি ভেষজ তৃণজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Scoparia dulcis। এটি Plantaginaceae পরিবারের উদ্ভিদ। এই গাছ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এর পাতা খুবই মিষ্টি যা চিনির চেয়ে ৫০ গুন বেশি মিষ্টি বলে দাবি করা হয়। এর শুকনো পাতা গুড়া করে ব্যবহার হয়। এর নির্যাস চিনি থেকে ২০০-৩০০ গুন বেশি মিষ্টি। এটি ডায়াবেটিস এর কোন ক্ষতি করেনা বরং কমাতে সাহায্য করে। এই গাছের সবকিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। মিশ্রদানার পাতা গুড়ো করে হালকা গরম পানির সাথে মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে।

২। মিশ্রদানার রস খেলে রক্ত আমাশয় ভালো হয়।

৩। মিশ্রদানার রস নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর দ্রুত ভালো হয়।

৪। মিশ্রদানার পাতা চিবিয়ে রস খেলে মুখের ঘা ভালো হয়।

৫। মিশ্রদানার রস নিয়মিত খেলে উচ্চরক্তচাপ ও হাইপারটেনশন নিয়ন্ত্রনে থাকে।

উপরে