সিভিট
সিভিট চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম swintonia floribunda। এটি Anacardiaceae পরিবারের উদ্ভিদ। সিভিট গাছ পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা সরল, লম্বাটে, অনেকটা আমপাতার মতো। এজন্য এ গাছকে আমচন্ডুল ও বলা হয়ে থাকে। বাকল উজ্জ্বল গোলাপি, অগভীর উলম্ব ফাটল বিশিষ্ট, মসৃণ, ধূসর বর্ণ, ব্লেজ গোলাপি। পএ প্র শাখার প্রান্তদেশে গুচ্ছাকারে অবস্থান করে। কাঁচা অবস্হায় অবৃন্তক ড্রুপ জাতীয় ফল। ফুল ও ফল ধারণ ঘটে ফেব্রুয়ারি থেকে মে মাসে। পাহাড়ী বনভূমিতে এই গাছ ভালো জন্মে। সিভিট গাছ দিয়ে নৌকা, সাম্পান ইত্যাদি তৈরি করা হয়। এ ছাড়া পরিপক্ব গাছ আসবাবপত্র তৈরিতে ব্যবহূত হয়। এই গাছের বীজ থেকে বংশবিস্তার ঘটে। সিভিট গাছ বাংলাদেশ সহ মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় জন্মে। সিভিট গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। সিভিট গাছের পাতা থেঁতো করে ক্ষত স্থানে লাগালে ক্ষত দ্রুত ভালো।
২। শরীরে জ্বালা পোড়া দেখা দিলে সিভিট গাছের ছাল সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে উপকার পাওয়া যায়।
৩। মুখে ঘা বা পায়রিয়ার সমস্যা দেখা দিলে সিভিট গাছের ছাল সিদ্ধ করে এই পানি দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
৪। সিভিট গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় দ্রুত ভালো হয়।