Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
উচুন্টি

উচুন্টি

Desk | আপডেট : ২৭ মে, ২০১৯ ১৩:০৮
উচুন্টি

উচুন্টি (goatweed, whiteweed)। এটি বিরুৎ ধরনের বার্ষিক ঔষধি উদ্ভিদ। এই গাছ ৩০ - ৬০ সেমি লম্বা হয়, কাণ্ড খাড়া ও রোমশ, পাতা অর্ধগোলাকার ও কিনার খাঁজকাটা ২ - ৬ সেমি লম্বা এবং ফুল নীলাভাব সাদা রঙের হয়। বাংলাদেশ সহ অন্যান্য অঞ্চলে সাধারণত আক্রমণকারী আগাছা হিসাবে বিবেচিত একটি উদ্ভিদ। এটি স্যাতস্যাতে স্থানে বেশি জন্মে। একে ফুলকুড়ি, দোচুন্টি, ভুরভুষি নামেও ডাকা হয়। মঞ্জুরিতে নীলাভ-সাদা বর্ণের থোকা থোকা ফুল হয়। ফল পাঁচ কোণী ও কালো। প্রায় সারাবছরই কমবেশি ফুল থাকে। তবে বর্ষায় বেশি ফুল ফোটে।  উচুন্টি গাছের পাতা, মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।  এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।

উপকারিতাঃ

১। অধিক জ্বরে হলে উচুন্টি গাছের পাতা ভালো করে পিষে গায়ে লাগালে বা পাতার রস প্রতিদিন দু-তিন চামচ করে তিনবার পান করলে জ্বর কমে যায়।

২।  উচুন্টি গাছের পাতার রস খেলে ডায়রিয়া দ্রুত ভালো হয়।

৩। উচুন্টি গাছের পাতার নিয়মিত খেলে পেট ফাঁপায় উপকার পাওয়া যায়।

৪। উচুন্টি গাছের পাতার রস বেটে হালকা গরম করে সকাল বিকেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়।

৫। উচুন্টি গাছের পাতা বেটে কুষ্ঠ রোগাক্রান্ত ঘায়ে লাগালে ঘা দ্রুত ভালো হয়।

৬।  শূল বেদনা ও চর্মরোগে এ গাছের পাতা দারুণ প্রতিষেধক।

৭। উচুন্টি গাছের পাতার রস ক্ষতে লাগালে টিটেনাস হওয়ার ঝুঁকি থাকে না।

৮। উচুন্টি গাছের কচি পাতা বা সম্পূর্ণ গাছ গুঁড়া করে বা সেদ্ধ করে ব্যথার স্থানে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

৯। উচুন্টি গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ খেলে নাক থেকে রক্তঝরা বন্ধ হয়।

উপরে