Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
আগর

আগর

Desk | আপডেট : ৩১ মে, ২০১৯ ১৩:১৬
আগর

আগর ( Aloe-wood, Agar wood) মাঝারি ধরনের চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Aquilaria agallocha Roxb)। এটি Thymelaeaceae
পরিবারের অন্তর্গত। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Aloe wood, Eagle wood, Aguruh, Krsnaguruh উল্লেখযোগ্য। কাঠ সাদা ও নরম, বাকল ধুসর বর্ণ। পাতলা ও সরু পাতা শাখার উভয় দিকে যুগ্মভাবে জন্মে এবং ৮-১০ সে.মি চওড়া ও অগ্রভাগ ক্রমশ সরু। ফুল সাদা বর্ণের,  একটি পুষ্পদন্ডে অনেকগুলো ফুল হয়। ফল হালকা সবুজ ও মখমলের মতো নরম। জুন জুলাই মাসে ফল পাকে। ফল নরম ২-৩ সে.মি. লম্বা। আগর গাছে এক প্রকার ছএাকের ক্রিয়ার ফলে সুগন্ধি তৈরি হয়। আগর গাছ বাংলাদেশ সহ ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস,
মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাওয়া যায়। আগর গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। গায়ে চুলকানি হলে আগর কাঠ ঘষে গায়ে মাখলে উপকার পাওয়া যায়।

২। আগর কাঠ ঘষা উষ্ণ গরম পানিতে মিশিয়ে খেলে হাঁপানির সমস্যা কমে যায়।

৩। আগর কাঠ চন্দনের মতো করে ঘষে সকাল বিকেল খেলে শরীরের অপ্রয়োজনীয় মেদ ঝরে গিয়ে মেদবৃদ্ধিজনিত সমস্যা কমে যায়।

৪। অনেকের শরীরে জড়তা, অলস্য, ত্বক রুক্ষ, চোখের ভেতর ও মুখের রঙ ফ্যাকাশে তারা আগর কাঠ চন্দনের মতো বেটে পানির সাথে মিশিয়ে দিনে দুবার করে খেলে উপকার পাওয়া যায়।

৫। বাতের ব্যথা হলে আগর তেল মালিশ করলে ব্যথা কমে যায়।

উপরে