পিওরাজ
পিওরাজ ( Pithraj tree) একটি মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। বৈজ্ঞানিক নাম Aphanamixis polystachya । একে রয়না গাছও বলা হয়। পিওরাজ গাছ ১০-১১ মিটার উঁচু হয়ে থাকে। ছাল ধূসর বর্ণের, পুরু ও ভিতরের দিকটা হালকা লাল। পাতা ৩০-৫০ সে.মি. লম্বা অনেকটা চাঁপাফুলের মতো। পএদন্ডের উভয় দিকে সমান্তরালভাবে পাতা হয় আর অগ্রভাগে একটি থাকে। পুষ্পদন্ডে স্ত্রী ও পুরুষ ফুল ফুটে। ফল গোলাকার মসৃণ ও ফিকপ পীতবর্ণের। ফলের বীজ উজ্জ্বল রক্তবর্ণের। এ বীজ থেকে তেল পাওয়া যায়। বর্ষাকালে ফুল ফোটে আর ফল হয়। তাই এটিকে পিওরাজ বলা হয়। ফল পাকলে ছাল ফেটে যায় তখন ভিতরের বীজ দেখা যায়। পিওরাজ গাছের ঔষধি গুণাগুণ রয়েছে। এই গাছ বাংলাদেশ ও ভারতে পাওয়া যায়।
উপকারিতাঃ
১। পিওরাজ ছাল থেঁতো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ ছেঁকে সকাল বিকেল খেলে শরীরের অতিরিক্ত মেদ কমে যায়।
২। মেয়েদের রক্তপ্রদরে সমস্যা দেখা দেয় পিওরাজ ছাল থেঁতো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ ছেঁকে দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে উপকার পাওয়া যায়।
৩। পিওরাজ ছাল থেঁতো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ ছেঁকে দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে অর্শ ভালো হয়।
৪। প্রসাবের সমস্যা দেখা দিলে পিওরাজ ছাল থেঁতো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ ছেঁকে দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে উপকার পাওয়া যায়।