বলা বা বেড়েলা গাছ
বলা বা বেড়েলা মালভেসি পরিবারের সিডা গণের একটি সপুষ্পক গুল্ম। এর বৈজ্ঞানিক নাম Sida cordifolia। বাংলাদেশে অনেকগুলো পাওয়া যায় এবং সবগুলোই ভেষজ হিসেবে ব্যবহার করা যায়। তবে যেসব উদ্ভিদের পাতা পশমময় এবং আকার হৃদযন্ত্রের মতো সেগুলোর কার্যকারিতাও ভালো। বলা বা বেড়েলা গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। বলা বা বেড়েলা গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। অপুষ্টির কারণে শরীর শুকিয়ে গেলে বা কৃশ হয়ে দুর্বল দেখালে বেড়েলার মূলের চূর্ণের সাথে দুধ ও মিছরির গুড়া মিশিয়ে খেলে অপুষ্টিজনিত সমস্যা ভালো হয়।
২। বেড়েলার সমগ্র গাছের ক্বাথ পানি দিয়ে হালকা গরম করে দুধের সাথে মিশিয়ে খেলে রক্তপিওে উপকার পাওয়া যায়।
৩। বেড়েলার সমগ্র গাছের ক্বাথ পানি দিয়ে হালকা গরম করে এই ক্বাথের সাথে খই চূর্ণ মিশিয়ে খেলে প্রতিদিন দুবার খেলে রক্তার্শে উপকার পাওয়া যায়।
৪। বেড়েলার মূল সিদ্ধ করে এই তেল মালিশ করলে বাত ব্যথায় উপকার পাওয়া যায়।
৫। বেড়েলা মূলের ছাল মধুর সাথে মিশিয়ে একটু একটু করে চেটে খেলে স্বরভঙ্গে উপকার পাওয়া যায়।
৬। বেড়েলা মূলের ছাল চূর্ণ করে দুধের সাথে মিশিয়ে খেলে হৃদযন্ত্রের শক্তি বৃদ্ধি পায়।
৭। বেড়েলার মূল বেঁটে প্রলেপ দিলে ফোড়ার দাহ ব্যথা কমে যায়।
৮। বেড়েলার মূল পানি দিয়ে বেটে একটু দুধ মিশিয়ে খাওয়ালে উরু ক্ষতে উপকার পাওয়া যায়।