ঘোড়া গুলঞ্চ
ঘোড়া গুলঞ্চ ( Guduchi and Giloy) একটি লতানো উদ্ভিদ।এর বৈজ্ঞানিক নাম Tinospora sinensis। এটি মেনিস্পারমাসি পরিবারের টিনোস্পোরা একটি উদ্ভিদ। দীর্ঘদিনের হলে খুবই মোটা হয়। এই লতাগুলি আঙ্গুআঙ্গুলও মত মোটা হলে সরু সুতার মতো শিকড় বেরিয়ে ঝুলে থাকে। লতার গায়ের ছালগুলো কাগজের মতো পাতলা, ভিতরটা যেন একগোছা সুতা দিয়ে পাকানো দড়ি, স্বাদে তিক্ত ও পিচ্ছিল। পাতা দেখতে অনেকটা পান পাতার মতো হলেও সাদৃশ্য হৃৎপিণ্ডাকৃতি,শীতকালে পাতা ঝড়ে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়। ঘোড়া গুলঞ্চ স্বাদে তিতা। ঘোড়া গুলঞ্চ বাংলাদেশ সহ নেপাল, মায়ানমারে পাওয়া যায়। এই গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। শ্বাসরোগের সমস্যা দেখা দিলে ঘোড়া গুলঞ্চের পাতার রস খেলে উপকার পাওয়া যায়।
২। ঘোড়া গুলঞ্চের পাতার রস হালকা গরম করে এই ক্বাথ সকাল বিকেল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৩। আমাশয়ের সমস্যা দেখা দিলে ঘোড়া গুলঞ্চের পাতার রস ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়।
৪। ঘোড়া গুলঞ্চের মূল ও পাতার রস একসাথে মিশিয়ে খেলে অর্শ ভালো হয়।
৫। ঘোড়া গুলঞ্চের পাতার রস খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৬। ঘোড়া গুলঞ্চের পাতার রস খেলে প্রমেহ রোগে উপকার পাওয়া যায়