উলটচন্ডাল বা অগ্নিশিখা
অগ্নিশিখা/ উলটচন্ডাল ( Glory Lily, Superb Lily) লতানো উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Gloriosa superba Linn। এর আয়ুর্বেদিক নাম অগ্নিশিখা, লাঙ্গলী এবং ইউনানী নাম ওলট চন্ডাল। এটি Liliaceae পরিবারের অন্তর্ভুক্ত। এই ফুলের গাছ ৬ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হইতে পারে। ভূ-নিম্নস্থ কন্দ থেকে প্রতি বছর মে-জুন মাসে বায়বীয় কান্ড বের হয়ে বৃদ্ধি পেতে থাকে। পাতা সরল, প্রথমে একান্তর, পরবর্তীতে প্রতিমুখ এবং তিন পাতার আবর্তক। পাতার শিরা বিন্যাস সমান্তরাল, অগ্রভাগ আকর্ষিতে পরিবর্তিত। জুলাই-আগষ্ট মাসে ফুল হয়। ফুল একক, ছয় পাপড়ি, ছয় পুংকেশর ও তিন গর্ভকেশর বিশিষ্ট। পাপড়ি প্রথমে হালকা সবুজ, পরে পীত ও রক্তবর্ণ হয়। ফুটন্ত ফুলের পাপড়ি উর্ধমুখী। অক্টোবর-নভেম্বর মাসে ফল পাকে। উলটচন্ডাল বা অগ্নিশিখা বাংলাদেশ সহ ভারতের আসাম, হিমালয় থেকে উষ্ণমণ্ডলীয় এলাকায় বিশেষ করে মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কায় প্রাকৃতিকভাবে উলটচন্ডাল জন্মে। এই গাছের মূল ও পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
রাসায়নিক উপাদানঃ
কন্দ, ফুল ও বীজে কলচিসিন ও ফিনোলিক দ্রব্য, লুটিওলিন ও বিটা-সাইটোস্টেরল বিদ্যমান।
উপকারিতাঃ
১। উলটচন্ডাল লতার মূল সিদ্ধ করে এই ক্বাথ সেবন করলে কুষ্ঠ রোগ ভালো হয়।
২। উলটচন্ডালের পাতার রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে কফ কাশি ভালো হয়।
৩। ব্রণের সমস্যা দেখা দিলে উলটচন্ডাল পাতা বেটে লাগালে ব্রণ দ্রুত ভালো হয়।
৪। উলটচন্ডাল পাতার রস খেলে কৃমি কমে যায়।
৫। উলটচন্ডালের মূল বেটে সামান্য গরম করে ব্যাথাযুক্ত স্থানে প্রলেপ দিলে বাতের ব্যথা কমে যায়।
৬। উলটচন্ডাল পাতার রস ও নারিকেল তেল সমপরিমাণ নিয়ে মাথায় মাখলে উকুন দ্রুত ভালো হয়।