কাঠ মালতী
কাঠ মালতী (Banana bush) একটি ফুলের নাম। এর নাম মালতী হলেও এটি টগর গোত্রের ফুল। এর বৈজ্ঞানিক নাম Tabernaemontana Pandacaqui এই ফুলটিতে পাঁচটি পাপড়ী থাকে। এর রঙ সাদা বা হলুদ। এটি সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ফুল। এটি Apacynaceae পরিবারের একটি উদ্ভিদ। কাঠ মালতীর গাছ গুলি ঝোপের আকারে হয়। সাধারণত ১৪ মিটার (৪৬ ফুট) বেশী উচু হয় না। এর ফল জোড়া বীজকোষ সঙ্গে কমলা, লাল বা হলুদ রঙের হয় যা প্রতিটি ব্যাসে ৭ সেন্টিমিটার (২.৮ ইঞ্চি)। উদ্ভিদটি বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, বিশেষ করে শুষ্ক এলাকায়। এই গাছ বাংলাদেশ সহ চীন, তাইওয়ান,
থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া সহ প্রভৃতি স্থানে পাওয়া যায়। কাঠ মালতীর ভেষজ গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। শ্বাসরোগের সমস্যা দেখা দিলে কাঠ মালতীর পাতার রস খেলে উপকার পাওয়া যায়।
২। কাঠ মালতীর পাতার রস হালকা গরম করে এই ক্বাথ সকাল বিকেল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৩। আমাশয়ের সমস্যা দেখা দিলে কাঠ মালতীর মূল সিদ্ধ করে ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়।
৪। কাঠ মালতীর মূল ও পাতার রস একসাথে মিশিয়ে খেলে অর্শ ভালো হয়।
৫। কাঠ মালতীর পাতা ও ফুল রস করে খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৬। কাঠ মালতীর মূল সিদ্ধ করে সকাল বিকেল খেলে প্রমেহ রোগে উপকার পাওয়া যায়।