মারহাটিটিগা / বানগান্ডা
মারহাটিটিগা/বানগান্ডা
মারহাটিটিগা/বানগান্ডা ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম Spilanthes iabadicenis। বাংলাদেশের সর্বত্র দেখা যায়। পাতার রঙ সবুজ। ফুল সোনালী রঙের হয়। দেখতে অনেকটা নাকফুলের মত। মারহাটিটিগা/বানগান্ডা ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। মারহাটিটিগা গাছের পাতার রস গরম করে কুলকুচি করলে দাঁতের ব্যাথায় উপকার পাওয়া যায়।
২। মারহাটিটিগা গাছের পাতার রস গরম করে গারগিল করলে গলাব্যাথায় উপকার পাওয়া যায়।
৩। আমাশয়ে এই গাছের পাতার রস পানিতে সিদ্ধ করে খেলে উপকার হয়।
৪। কাশি হলে মারহাটিটিগা গাছের পাতার রস খেলে কাশি দ্রুত কমে যায়।
৫। শরীরের কোন স্থানে পোকামাকড় কামড় দিয়ে ক্ষত হলে মারহাটিটিগা পাতা পিষে লাগালে উপকার পাওয়া যায়।