নুনিরলতা/হুড়হুড়ে
নুনিরলতা/হুড়হুড়ে বহু শাখাপ্রশাখায় বিস্তৃত ঝোপ আকৃতির গাছ। এর বৈজ্ঞানিক নাম Cleome gynandropsis। বিস্তৃত ঝোপ আকৃতির গাছ। ৩-৪ ফুট উঁচু হয়। একটি দন্ডে ৫/৬ টি পাতা আঙুলের মত ছড়ানো থাকে। পাতা সবুজ। হালকা গোলাপী রঙের। একটি পুষ্পদন্ডে অসংখ্য ফুল থাকে। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।নুনিরলতা গাছের ভেষজ গুণাগুণ রয়েছে৷
উপকারিতাঃ
১। নুনিরলতা গাছের বীজ গোল কৃমি প্রতিরোধে সাহায্য করে থাকে।
২। নুনিরলতা পাতা বেটে লাগালে পোকামাকড়ের কামড়ে উপশমে ব্যবহার হয়।
৩। নুনিরলতা গাছের পাতার হালকা গরম করে বাতের ব্যথায় মালিশ করলে ব্যথা দ্রুত সেরে যায়।
৪। নুনিরলতা গাছের পাতার হালকা গরম করে খেলে কোষ্ঠকাঠিন্য কমে যায়।
৫। নুনিরলতা গাছের বীজ সিদ্ধ করে এই ক্বাথ ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় দ্রুত সেরে যায়।
৬। এ গাছের কচি কাণ্ড খেলে গরমে শীতলতা বোধ হয়, ক্লান্তি দূর করে। এমনকি রক্তচাপ কমে যায় এক তৃতীয়াংশ পর্যন্ত!
৭। এই উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাতে অ্যান্টি-অক্সিডেন্ট, কীটনাশক এবং অ্যান্টি-মাইক্রোবাইরাল উপাদান আছে।
উচ্চমাত্রার সালফার-ডাই-অক্সাইড বা ক্লোরিন এর উপস্থিতিতেও এ গাছ টিকে থাকতে পারে। এছাড়াও এর আছে শক্তিশালী শোষণ ক্ষমতা, তাই এটি পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি বায়ুকে পরিশোধন করে বাতাসকে নির্মল করে।