Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
সন্ধ্যামালতী

সন্ধ্যামালতী

Desk | আপডেট : ২৬ জুলাই, ২০১৯ ১৩:৫০
সন্ধ্যামালতী

সন্ধ্যামালতী একটি ঝোপজাতীয় সপুষ্পক ঝোলজাতীয় বীরুৎ। এর বৈজ্ঞানিক নাম Mirabilis jalapa। এই গাছ ১.৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে ও এদের মূল কন্দাল বিশিষ্ট, কান্ড মসৃণ অথবা কিঞ্চিৎ রোমশ, পর্বগুলো স্ফীত হয়। পাতা দেখতে ডিম্বাকৃতি থেকে উপবৃত্তাকার হয়। পাতার দৈর্ঘ্য ৫ থেকে ১২সেমি ও প্রস্ত ২ থেকে ৬ সেমি। মার্চ ও মে মাস পর্যন্ত ফুল ফোটে এবং আগষ্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বীজ হয়। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। সন্ধ্যামালতী গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।

 

উপকারিতাঃ

১। সন্ধ্যামালতী পাতার রস লাগালে আগুনে পোড়ায় উপকার পাওয়া যায়।

২। সন্ধ্যামালতীর পাতার রস খেলে কাশি দ্রুত সেরে যায়।

৩। শরীরের কোন স্থানে দাদ হলে সেই ক্ষত স্থানে সন্ধ্যামালতী ফুলের রস লাগালে দাদ দ্রুত সেরে যায়।

৪। কানে শূলের ব্যথা হলে সন্ধ্যামালতী ফুলের রস হালকা গরম করে কানে দিলে উপকার পাওয়া যায়।

৫। সন্ধ্যামালতীর শিকড় সিদ্ধ করে এই ক্বাথ খেলে পেটের ব্যথায় উপকার পাওয়া যায়।

৬। সন্ধ্যামালতীর শিকড় সিদ্ধ করে এই ক্বাথ খেলে শোথ রোগ ভালো হয়।

উপরে