Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ভুঁই আমলা

ভুঁই আমলা

Desk | আপডেট : ১৩ জুলাই, ২০২০ ০৯:১৫
ভুঁই আমলা

ভুঁই আমলা(Gale of the wind, stonebreaker or seed-under-leaf) এটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Phyllanthus nirur। এটি ৫০ থেকে ৭০ সেমি অর্থাৎ ২০-২৮ ইঞ্চি লম্বা হয় এবং এর শাখা-প্রশাখা উপরে উঠে। এর ছাল মসৃণ এবং হালকা সবুজ। এর অনেকগুলি ফ্যাকাশে সবুজ ফুল ফুটে এবং পরে সেটা প্রায়ই লাল হয়ে যায়। এর ফল ছোট আকৃতির ও ছোট মসৃণ ক্যাপসুল মতো বীজ ধারণকারী। ভুঁই আমলা প্রাচীনকাল থেকে ভেষজ ঔষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।  বাংলাদেশের সর্বত্র এই গাছ জন্মে।


উপকারিতাঃ

১। ভুঁই আমলা পাতার রস খালি পেটে খেলে ক্রিমি মারা যায়।

২। কাঁকড়া বা বিছা কামড়ালে ভুঁই আমলা গাছের পাতা এবং ফুল সামান্য পানি দিয়ে বেটে দংশনের জায়গায় প্রলেপ দিলে যন্ত্রণা কমবে এবং বিষও বিনষ্ট হয়ে যাবে।

৩। ভুঁই আমলা গাছের টাটকা পাতা রস খেলে ম্যালেরিয়া রোগ ভালো হয় বিশেষ করে ছোট ছেলেমেয়েদের।

৪। টিউমার হলে ভুঁই আমলা গাছের মূল বেটে টিউমারের ফোলা অংশে ভালোভাবে নিয়মিত প্রলেপ দিয়ে টিউমার ভালো হয়।

৫। ভুঁই আমলা গাছের পাতা বেটে রাতে শোয়ার সময় প্রলেপ দিলে দ্রুত চর্মরোগ ভালো হয়।

৬। পেটে মল জমলে বা দীর্ঘদিন ধরে বদহজম হলে ভুঁই আমলার মূলের রস ঘোলের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

উপরে