অতিবিষা বা আতইচ
অতিবিষা বা আতইচ
অতিবিষার পাতা নাকদোনার পাতার মত ডালগুলি চেপ্টা , পত্রবৃন্তের নিকট হইতে ফুল বাহির হয় ফোটা ফুল দেখিতে টুপীর মত ইহার কন্দ হইতে শিকড় বাহির হয় এই মূলই অতিবিষ নামে বিখ্যাত । বৈদ্যশাত্র মতে কৃষ্ণ শ্বেত ও রক্তবর্ণ এই তিন প্রকার অতিবিষা আছে বাজারে যে অতিবিষা বিক্রয় হয় তা দেখতে ধূসর বর্ণ ও উহার ভিতরটি শ্বেতবর্ণ এর স্বাদ তিক্ত কাণ্ড সরল ও পত্র পরিপূর্ণ গাছ উচ্চে ১ হইতে ৩ ফুট হয় পত্র ২ থেকে ৪ ইঞ্চি লম্বা দেখতে ডিম্বাকৃতি ও হৃৎপিণ্ডাকার পত্রের কিনারায় দাঁত আছে ফুলের বোটা ১ ইঞ্চি লম্বা উজ্জ্বল নীলবর্ণ ফুলের শিরাগুলি বেগুনে রঙের। অতিবিষা গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। অতিবিষা পাতার রস বেটে সকাল বিকেল খেলে ম্যালেরিয়া জ্বর ভালো হয়।
২। পেটে কৃমি হলে অতিবিষা পাতার রস খেলে কৃমি দ্রুত ভালো হয়ে যায়।
৩। শিশুদের কাঁশি বা জ্বর হলে অতিবিষা পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৪। পেটে বায়ু বৃদ্ধি হলে অতিবিষা গাছের ডাল বেটে তার দু ' চামচ রস খেলে , বায়ু নিম্মমুখী হয়ে মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে।