Logo
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
গন্ধভাদালি লতা

গন্ধভাদালি লতা

Desk | আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৫:৪১
গন্ধভাদালি লতা

গন্ধভাদালি লতা(Skunkvine; Stinkvine, Chinese Fever Vine) একটি লতানো উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Paederia foetida Linn।
এর সংস্কৃত নাম প্রসারণী, ভদ্রা। এটি আমাদের দেশে ভাদালে, গন্ধভাদাল, গন্ধভাদুলী, গন্ধভাদুলিয়া, গাঁদাল বা গন্ধাভাদালি নামে পরিচিত। গ্রামে পরিচিত গন্ধভাদাইল নামে।
মূলত এর উৎকট গন্ধের কারণে এই নামকরণ করা হয়েছে।  সাধারণ অপর কোনো গাছে বা বাগানের বেড়ায় এই গাছ দেখা যায়। কাণ্ড থেকে জোড়া জোড়া পাতা বের হয়।  সেপ্টেম্বর-অক্টোবর মাসে এর ফুল ধরে এবং নভেম্বর-ডিসেম্বর মাসে ফল হয়। শীতকালে ফল পাকে। বীজ থেকে বা এর কাণ্ড/লতা লাগানো যায়। এই গাছ বাংলাদেশ, ভারতের পূর্বাঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপ, দক্ষিণ ভুটান, কম্বোডিয়া, মায়ানমার, চীন তাইওয়ানে প্রচুর জন্মে। এই গাছ ঔষধি গুণাগুণে ভরা।

উপকারিতাঃ

১। আমাশয়ে গন্ধভাদালি পাতার রস একটু গরম করে কয়েক ফোঁটা মধুর সাথে মিশিয়ে খেলে দ্রুত  সেরে যায়।

২। হাত বা পায়ের শিরা সষ্কুচিত হলে গন্ধভাদালী পাতা বেটে তিল তেলের সাথে মিশিয়ে গায়ে মাখলে উপকার পাওয়া যায়।

৩। গন্ধভাদালির প্রধান প্রধান ব্যবহার বিভিন্ন প্রকার বাত ব্যথা সারাতে এর পাতার রসের সাথে এককোষা রসুন চিবিয়ে খেলে আমবাতের যন্ত্রণা কমে যায়।

৪। শুক্র তারতল্যে বা কমে গেলে গন্ধভাদালির পাতার রসের সাথে ঘন গরম দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৫। কোষ্ঠকাঠিন্যে হলে গন্ধভাদালি পাতার রস সকালে সামান্য লবণের সাথে মিশিয়ে খেলে অচিরেই সেরে যায়।

৬।  কাঁচা হলুদ বাটার সাথে গন্ধভাদালি পাতার রস মিশিয়ে খেলে অর্শের বলি দ্রুত সেরে যায়।

৭। দাঁতের ব্যথায় গন্ধভাদালির ফল খুব উপকারী।

৮। পাতার জলীয় নির্যাস পাথর গলিয়ে দেয় ও মূত্রবর্ধক হিসেবে কাজ করে।

৯। শিশুদের পেটের অসুখে, পেট ফাঁপায় এর পাতার রস দারুণ কাজ করে।

উপরে