Logo
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
শিয়ালমুত্রা বা ডানকোনী গাছ

শিয়ালমুত্রা বা ডানকোনী গাছ

Desk | আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৩:৫৭
শিয়ালমুত্রা বা ডানকোনী গাছ

শিয়ালমুত্রা বা ডানকোনী ( Little ironweed and poovamkurunnila) এটি গুল্মজাতীয় খুবই ছোট ধরনের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম (vernonia cinerea)। এটি Asteraceae পরিবারের Cyanthillium গণের একটি সপুষ্পক বীরুৎ। এই গাছ লম্বায় ফুট দুয়েকের মতো হয়। পাতার কিনারার উভয় দিক কাটা। এর কয়েকটি জাত।  একে চিনার সহজ উপায় হলো পাতার আকৃতি একটু ভিন্ন ধরনের হয়। এই গাছের ফুলের রং  পীত এবং উভয়লিঙ্গ বিশিষ্ট। ফুল কোমল ও লোমযুক্ত। পাপড়ি সাদা রঙের হয়। শিয়ালমুত্রা গাছে শীতের শেষ দিকে ফুল ফোটে এবং ফাল্গুন চৈএ মাসে গাছে ফল হয়। ঔষধ হিসেবে এই গাছ ব্যবহার করা হয়। সচরাচর এই গাছ দেখা যায়।   বাংলাদেশে এই গাছ জন্মে।

উপকারিতাঃ

১। পুরো গাছের মূলের সাথে গোলমরিচ ও বড় এলাচ পানি দিয়ে জ্বাল দিয়ে সেই হালকা গরম অবস্থায় সকালে খেলে অর্শরোগ ভালে হয়।

২। শিয়ালমুত্রা গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ দুধের সাথে মিশিয়ে নিয়মিত খেলে শরীরের দূর্বলতা দূর হয়।

৩। শিয়ালমুত্রা গাছ থেঁতলে গরম করে চিনির বা মিছরি দিয়ে খেলে মাথা ঘোরা বন্ধ হয়ে যায়।

৪। শিয়ালমুত্রা গাছের রস হালকা করে কিছুদিন নিয়মিত খেলে অনিয়মিত মাসিকের সমস্যা দূর হয়।

৫। শিয়ালমুত্রা গাছের পাতার রস খেলে অরুচি ভাব কেটে যায়।

৬। পেট ব্যথা হলে শিয়ালমুত্রা গাছের পাতার রস গরম পানির সাথে মিশিয়ে খেলে ব্যথা ভালো হয়।

৭। শিয়ালমুত্রা গাছের মূল পিষে টকদইয়ের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে রক্ত আমাশয় ভালো হয়।

উপরে