Logo
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
রিঠা/অরিষ্ট

রিঠা/অরিষ্ট এর উপকারিতা ও ঔষধি গুনাগুন

Desk | আপডেট : ১৫ আগস্ট, ২০২০ ২০:২৩
রিঠা/অরিষ্ট এর উপকারিতা ও ঔষধি গুনাগুন

রিঠা (Soap nut tree) বহু শাখা-প্রশাখাবিশিষ্ট গাছ। এর বৈজ্ঞানিক নাম Sapindus trifoliatus Linn.। সাধারণত ১০-১২ মিটার উঁচু হয়ে থাকে। পাতা যৌগিক। পত্রদণ্ড লম্বা ২০-২৫ সে.মি. হয়। ফল ও বীজ গোলাকার। ঘন কালো বীজ, শাঁস আছে। ফল পানিতে ভিজিয়ে রাখলে বহিরাবরণ থেকে ফেনা হয়। আগে উলের তৈরি পোশাক পরিষ্কার করতে রিঠা ব্যবহার করতে দেখা যেত। এটিকে সাধারণত বড় রিঠা বলে। ছোট রিঠা বলে একটি প্রজাতি আছে। এটির বোটানিক্যাল নাম S mukorossi, বড় রিঠার পাতার অগ্রভাগ লম্বাটে চিকন ও লোমাবৃত। ছোট রিঠার অগ্রভাগ চওড়া, ভোঁতা, পাতার নিচের দিকটা লোমাবৃত। এটির ফুল ডিসেম্বরে না হয় মার্চ মাসে এবং ফল নভেম্বর-ডিসেম্বর মাসে হয়। বাংলাদেশ সহ এটি
শ্রীলঙ্কা ও ভারতে জন্মে। এই গাছের ঔষধি গুণাগুণ ও রয়েছে।


উপকারিতাঃ

১। কৃমির দোষে মল অস্বাভাবিক শক্ত বা আমযুক্ত হতে পারে। এমন হলে রিঠা ফল গুঁড়া করে রাতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে ঐ পানি খেলে কৃমির উপদ্রব থাকবে না।

২। বয়সে না পৌঁছিয়ে বা গর্ভ না হলেও রজঃ বন্ধ, এ ক্ষেত্রে গরম পানিতে রিঠা ফল গুঁড়া করে ভিজিয়ে রেখে ছেঁকে প্রতিদিন সকালে  খেলে সমস্যা থাকবে না।

৩। উকুননাশে কোনো রাসায়নিক দ্রব্য বা সাবান ব্যবহার না করে রিঠা ব্যবহার করে দেখতে পারেন। রিঠা ভিজানো পানিতে ১ দিন অন্তর অন্তর চুল ভিজিয়ে কিছুক্ষন পরে ধুয়ে ফেলতে হবে এতে উকুন কমে যাবে।

উপরে