রক্ত আমাশয় প্রতিকার করবে শিমুলের ছাল
আমাশয় অন্ত্রে সংক্রমনের কারণে প্রদাহজনিত পেট ব্যাথা ও শ্লেষ্মা বা রক্তসহ পাতলা পায়খানা সৃষ্টিকারী রোগ। আমাশয় প্রধানত দুপ্রকার, অ্যামিবিয় আমাশয় বা অ্যামিবিয়াসিস আর ব্যাসিলারি আমাশয় বা শিগেলোসিস । বর্ষায় পানি বাহিত রোগ বাড়ে। এই সময়ে ডায়রিয়া, রক্ত আমাশয় ইত্যাদির প্রকোপ দেখা যায়। আর আজকের লেখাতে আমরা জানবো এই রক্ত আমাশয় প্রতিকার করতে শিমুল গাছের ছালের ব্যবহার। শিমুল গাছকে আমরা অনেকেই শুধু তুলা গাছ মনে করি। শিমুল গাছের গুণাবলী আমরা অনেকেই জানি না। জানি না শিমুল গাছ দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক রক্ত আমাশয় প্রতিকার করতে শিমুল গাছের ব্যবহারঃ
উপকরণঃ
(১) ছাগল দুধ
(২) শিমুল এর ছালের চূর্ণ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে শিমুলের ছাল চুর্ণ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে নিন।
(২) শিমুলের ছাল চুর্ণ এর সাথে ছাগল দুধ মিক্সড করে নিন। এই সেই মিশ্রণ পান করুন দু’বেলা ।
এই মিশ্রণ দুইবেলা পানে আপনার রক্ত আমাশয় সমস্যা সমাধান হবে। তাই নিয়মিত করতে হবে পান রক্ত আমাশয়ের সময়। তবে বেশি সমস্যা হবে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।