শরীরের ব্যাথা কমাতে আকন্দ উদ্ভিদ
অনেক সময় পড়ে গিয়ে বা মচকে গিয়ে আমাদের শরীরের কোন স্থান ফুলে যায় এবং সেখানে তীব্র ব্যাথা হয়ে থাকে। আর এই ফোলাভাব এবং ব্যাথা কমানোর জন্য আমরা সাধারণত ব্যাথানশক ওষুধ খেয়ে থাকি। আর ব্যাথা নাশক এসব ওষুধের বেশির ভাগই ডাইক্লোফিন জাতীয়। যা আমাদের শরীরের জন্য ক্ষতিকরও বটে। এরকম ফোলাভাব বা ব্যাথা কমানোর জন্য আমরা ভেষজ উদ্ভিদকে কাজে লাগাতে পারি। ভেষজ উদ্ভিদ যেমন খুব দ্রুত কাজ করে, তেমনি এসব ভেষজ উদ্ভিদ আমাদের শরীরের কোনো ক্ষতিও করে না। আর ফোলাভাব এবং ব্যাথার সমস্যায় যে ভেষজ উদ্ভিদটি আমাদের সবচেয়ে ভালো কাজ করতে পারে তাহলো আকন্দ। সেই প্রাচীনকাল থেকে আকন্দ উদ্ভিদ আমাদের শরীরের যেকোন স্থানের ব্যাথা নিরাময়ে ব্যবহার করা হয়ে আসছে। আসুন আজ জেনে নিই কিভাবে আকন্দ উদ্ভিদ আমাদের ব্যাথা নিরাময়ে কাজ করে।
যেভাবে আকন্দ উদ্ভিদ ব্যাথা কমায়ঃ
আকন্দ উদ্ভিদের এর ছাল,পাতা,ফুল এবং কষ সবই ঔষধি গুণ সম্পূর্ণ। আকন্দের পাতায় আছে এক বিশেষ এনজাইম। এই উদ্ভিদের আরও আছে গ্লাইকোসাইড, বিটা-এমাইরিন ও স্টিগমাস্টেরল আছে। যা আমাদের শরীরে বিভিন্ন স্থানে হওয়া ব্যাথাকে নিমিষেই কমিয়ে ফেলে। একই সাথে ফোলাভাবও কমিয়ে থাকে আকন্দ উদ্ভিদ।
যেভাবে ব্যবহার করবেনঃ
শরীরের কোন স্থান ফুলে গেলে বা ব্যাথা হলে আকন্দের পাতা সবচেয়ে বেশি উপাক্র করে থাকে। এজন্য একটি আন্দের পাতা হালকা গরম করে যেস্থানে আঘাত লেগেছে বা ফুলে গেছে সে স্থানে বেঁধে রাখতে হবে। কিছুক্ষণ এই পাতা বেঁধে রাখলেই ব্যাথা একদম কমে যাবে। একই সাথে এটি শরীরের কোনো স্থান ফুলে উঠলে সেটি খুব দ্রুত ফোলাভাব কমিয়ে ফেলে।