Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ডায়াবেটিস

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নয়নতারা

ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার হলে আর ভালো হয় না। কিন্তু একে নিয়ন্ত্রণে রাখা যায়। একই সাথে যদি কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত হন তাহলে তার আরও নানা রকম রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
Desk | আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ২১:২৯
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নয়নতারা

বর্তমানে সারা পৃথিবীতে যে রোগটি সবচেয়ে ভয়াবহ আকারে বেড়েই চলছে তা হলো বহুমুত্র রোগ বা ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার হলে আর ভালো হয় না। কিন্তু একে নিয়ন্ত্রণে রাখা যায়। একই সাথে যদি কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত হন তাহলে তার আরও নানা রকম রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। আমাদের দেহের গুরুত্বপূর্ন একটি অঙ্গ হলো অগ্নাশয়। অগ্নাশয় থেকে ইনসুলিন নামের একটি হরমোন নিঃসরণ হয়ে থাকে। যখন আমাদের শরীরের অগ্নাশয় যথেষ্ঠ পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে পারে না তখন আমাদের ডায়াবেটিস রোগ হয়ে থাকে। এ রোগ হলে আমাদের শরীরে রক্তে চিনি বা শর্করা ভারসাম্য ঠিক থাকে না। আর আমরা আগেই জেনেছি যে একবার ডায়াবেটিসে আক্রান্ত হলে এটি আর নিরাময় হয় না। তাই একে নিয়ন্ত্রণে রাখা অনেক জরুরী। ভয়াবহ এই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রনে রাখতে আমরা নানারকম ওষুধ খেয়ে থাকি। যদিও এসব ওষুধ এ রোগকে নিয়ন্ত্রণ করে থাকে ঠিকই, কিন্তু তবুও এসব ওষুধের নানারকম পাশ্বপ্রতিক্রিয়া থাকে এবং একই সাথে এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই এ রোগকে নিয়ন্ত্রনে রাখতে সবচেয়ে ভালো উপকার করতে পারে ভেষজ উদ্ভিদ। আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে নয়নতারা উদ্ভিদ। আসুন জেনে নিই কিভাবে নয়নতারা উদ্ভিদ ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ভুমিকা রাখতে পারে।

যেভাবে নয়নতারা উদ্ভিদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে করেঃ
নয়নতারা উদ্ভিদকে আমরা অনেকেই চিনে থাকি এর সুন্দর ফুলের জন্য। অনেকেই একে ফুল গাছই মনে করে থাকেন। কিন্তু এটি আসলে একটি ভেষজ উদ্ভিদ। এই ভেষজ উদ্ভিদটিতে প্রায় ৭০ রকমের মুল্যবান প্রাকৃতিক উপক্ষার রয়েছে। যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারি। বিশেষ করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এসব উপক্ষারের ভুমিকা অপরিসীম। এই উদ্ভিদে থাকা এসব উপকারি উপক্ষার আমাদের শরীরে প্রবেশ করে রক্তে শর্করাকে প্রশমিত করে আমাদের রক্তে চিনির পরিমাণ কমায় এবং ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। আর এভাবেই নয়নতারা উদ্ভিদ আমাদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে থাকে।

যেভাবে খাবেনঃ
যেহেতু ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে নয়নতারা উদ্ভিদ দারূন কার্যকর, তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের উচিত এই উদ্ভিদটি নিয়মিত সেবন করা। এই উদ্ভিদের কঁচি পাতা এবং ডাল একসাথে ভালোভাবে পিসে নিয়ে এর রস এবং এর সাথে সামান্য লবণ যোগ করে যদি সকালে এক চামচ করে খাওয়া যায় তাহলে ডায়াবেটিস রোগ একদম নিয়ন্ত্রণে থাকবে।

উপরে