কৃমির চিকিৎসা
কৃমির চিকিৎসায় পেঁপে-দুধের জুস
কৃমি সংক্রান্ত সমস্যায় অনেকেই আমরা ডাক্তারের কাছে যাইনা বা যাওয়ার সময় করে উঠতে পারিনা। কৃমির সমস্যাকে কোনক্রমেই হালকাভাবে নেয়া ঠিক নয়। আজ আমরা হাতের কাছেই পাওয়া যায়, এমন দুটো খাবারের ব্যাবহারের মাধ্যমে কৃমির চিকিৎসা সম্পর্কে জানব। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কৃমির চিকিৎসায় পেঁপে-দুধের জুস এর ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কৃমির চিকিৎসায় পেঁপে-দুধের জুস এর ব্যবহারঃ
উপকরণঃ
(১) পেঁপে
(২) দুধ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
একটি পাকা পেঁপে সাথে পরিমানমত দুধ এবং আপনি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি মিশিয়ে নিতে পারেন এবং সব উপকরণ মিশানো হলে ব্লেন্ড করে জুস করে নিন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জুস পান করুন। এই জুসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন। এই উপাদানটি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে তা কৃমির চিকিৎসায় বেশ ভাল কাজ করে।