আঁচিল ঝরে পড়বে মাত্র ২ উপাদানে
আঁচিল হচ্ছে ছোট রুক্ষ প্রবৃদ্ধি যা চামড়ার উপর অনেকটা ফুলকপির মত বৃদ্ধি অথবা কঠিন ফোস্কার মত দেখায় । এটা সাধারণত মানুষের হাতে বা পায়ে অথবা শরীরের অন্যান্য স্থানে দেখা দেয়। আঁচিল একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মানবদেহে সংক্রমনকারী অনেক ধরনের পাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) এর একটি দ্বারা সৃষ্ট হয় । মানবদেহে ১০ রকমের আঁচিল বা ফুসকুড়ি হতে পারে, এর মধ্যে বেশিরভাগগুলোকেই নিরীহ বলে মনে করা হয় । কিন্তু আঁচিলের চিকিৎসা মোটেও অ্যান্টিভাইরাল থেরাপি বা কোনো ওষুধ নয়। আঁচিলের ধরণ বুঝে তার চিকিৎসা করা হয়। আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো ঘরোয়া উপায় যা আপনার আঁচিল ঝরে পরতে সাহায্য করবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক মাত্র ২ উপাদানের ব্যবহার যা আপনার আঁচিল ঝরে পরতে সাহায্য করবেঃ
উপকরণঃ
(১) ক্যাস্টর ওয়েল হাফ চামচ
(২) বেকিং সোডা হাফ চামচ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) এই দুই উপাদান মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন।
(২) আঁচিলের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
(৩) শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তবে রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
তাহলে আর দেরি কেনো আপনার আঁচিল ঝড়িয়ে ফেলতে আজই ব্যবহার করুন এই উপাদানের তৈরি প্যাক।