শ্বেতি রোগের সমাধানে নিম পাতা
শ্বেতি রোগটি বিব্রতকর একটি রোগ যা ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ত্বকের সাদা দাগ দূর করা বেশ কঠিন। ত্বকের এই সমস্যাটি জীবন সংহারি নয় এবং ছোঁয়াচেও নয়। শ্বেতির চিকিৎসায় ব্যবহার করা হয় ফটোক্যামোথেরাপি, লাইট থেরাপি, লেজার থেরাপি, স্কিন গ্রাফটিং, ব্লিস্টার গ্রাফটিং এবং মাইক্রোপিগমেন্টেশন। এই সবগুলো পদ্ধতি কেমিক্যাল ও সার্জিকেল ট্রিটমেন্ট যা বেদনাদায়ক ও ব্যয়বহুল। কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমেও এই রোগটির মোকাবিলা করা যায়। আর এমনি একটি প্রাকৃতিক উপাদান হলো নিম পাতা। আজকের লেখাতে তাই আপনাদের জানিয়ে দেয়া হবে কিভাবে শ্বেতি রোগের সমাধানে নিম পাতা ব্যবহার করবেন সেই পদ্ধতি।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শ্বেতি রোগের সমাধানে নিম পাতার ব্যবহার পদ্ধতিঃ
উপকরণঃ
১। নিম পাতা ৭/৮ টা
২। ঘোল ২ চামচ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। নিমপাতা পরিষ্কার করে নিয়ে তা থেঁতো করে নিন এবং তারসাথে ঘোল মিক্সড করে নিয়ে প্যাকের মত করুন।
২। এই মিশ্রণটি ত্বকের সাদা হয়ে যাওয়া অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।
৩। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ যাবত প্রতিদিন এটি ব্যবহার করুন। ভালো ফলাফল পাবেন।
এছাড়াও আপনার খাবারের প্রতি লক্ষ্য রাখুন। যাদের শ্বেতি রোগ আছে তাদের জাম জাতীয় ফল খাওয়া এড়িয়ে যেতে পরামর্শ দেয়া হয়। কারণ এই ধরণের ফলে হাইড্রোকুইনন থাকে যা প্রাকৃতিক রঞ্জকরোধী উপাদান হিসেবে কাজ করে। ভিটামিন বি ১২, ফলিক এসিড ও জিংক সমৃদ্ধ খাবার খান। রেড মিট ও সি ফুড খাওয়া এড়িয়ে যেতে হবে।