Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
স্থায়ীভাবে ব্রনের দাগ দূর

স্থায়ীভাবে ব্রনের দাগ দূর করতে চিনির স্ক্রাব

Desk | আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৬:০৯
স্থায়ীভাবে ব্রনের দাগ দূর করতে চিনির স্ক্রাব

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকাল তরুন তরুণী, মধ্যবয়সী নারীরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাজারের বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বকের ক্ষতিসাধন করছেন। কে চায় এত সুন্দর মুখশ্রীর উপর ব্রণ বা এর দাগ। ব্রণ সেরে উঠলেও রেখে যায় জেদি দাগ। সে দাগ কিছুতেই যেতে চাই না। অনেক পরিচর্যা করার পরও মুখে অবাঞ্চিত দাগ নিয়ে ঘুরতে হয়। তাই এর চাই স্থায়ী সমাধান আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য স্থায়ীভাবে ব্রনের দাগ দূর করতে চিনির স্ক্রাব। আসুন তাহলে এবার জেনে নেই কিভাবে তৈরি করে নিবো এই চিনির স্ক্রাবঃ

যা যা লাগবেঃ
১। চিনি ১চামচ
২। অলিভ ওয়েল ১চামচ
৩। লেবুর রস ১চামচ

প্রস্তত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১।  চিনি নিয়ে তাতে অলিভ ওয়েল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
২। তারপর ত্বকে ম্যাসেজ করুনএবং ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভালো ফলাফল পেতে সপ্তাহে ২ থেকে ৩ বার ত্বকে চিনির এই পেস্ট ব্যবহার করুন। কিন্তু ত্বক পরিষ্কার করে ফেলার পর ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। ব্রণের ক্ষত ও দাগ সারাতে চিনি হতে পারে উত্তম উপাদান। কারণ চিনিতে আছে গ্লাইকলিক অ্যাসিড যা ত্বকের মৃত কোষ রোধ করে। নতুন কোষ তৈরিতে চিনি যথেষ্ট সাহায্য করে।

উপরে