পেটের ব্যথা কমাতে জোয়ান
পেটের ব্যথা কমাতে জোয়ান
পেটে ব্যথা যেকোনো মানুষের যেকোনো সময়ে হতে পারে। এটি সাধারণত গ্যাস, বমি, ডায়রিয়ার জন্য হয়ে থাকে। তবে এটির একমাত্র কারণ অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া। তবে এটি আলসার, পাথর অথবা মুত্রথলির সংক্রমনেও হতে পারে। সাধারণত পেটে ব্যথা হলে আমরা ঔষধ গ্রহণ করে থাকি। তবে আপনি চাইলে ঘরোয়া ঔষধ রয়েছে যা থেকে এই সমস্যার মুক্তি পাওয়া যায়। প্রাকৃতিক উপাদান রোগ নির্মূল করা একটি কার্যকর বিকল্প। আর তাই আজকে আমরা জানাবো আপনাদের পেটের ব্যথা কমাতে জোয়ান এর কার্যকারিতা ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক পেটের ব্যথা কমাতে জোয়ান এর কার্যকারিতাঃ
উপকরণঃ
১। জোয়ান
২। জিরার গুড়া
৩। আদার গুঁড়া
৪। গরম পানি।
তৈরি পদ্ধতিঃ
আধ চামচ জিরার গুঁড়ো, আধ চা চামচ জোয়ান, আধ চা চামচ আদার গুঁড়ো মিশিয়ে হালকা গরম পানির সঙ্গে সেবন করুন।
পেটে ব্যথার জন্য জোয়ান চমৎকার কাজ করে। জোয়ানে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের বদহজমের সমস্যা থেকে মুক্তির কার্যকর উপায়। রোজ রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিতে খেলে বদহজম এবং ডায়রিয়া থেকে দূরে থাকতে পারবেন।